অনুগামীদের ব্যবহারই হল কাল! জরিমানা হতে পারে এটিকে মোহনবাগানের

এদিন মাঠে মোহনবাগান নামের আগে ‘এটিকে’ সরানোর দাবিতে বেশ কিছু টিফোও দেখা যায়।

April 13, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi
আর্থিক জরিমিনার মুখে পড়ল এটিকে মোহনবাগান (ছবি:ফেসবুক)

এএফসি কাপে (AFC Cup) বিরাট জয়ের মধ্যেও সামান্য অস্বস্তি এটিকে মোহনবাগান শিবিরে। খেলা শেষে মাঠে দর্শক ঢুকে পড়ায় সবুজ-মেরুনকে জরিমানা করতে চলেছে এএফসি।

মঙ্গলবার যুবভারতীতে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) বনাম ব্লু স্টার ম্যাচ শেষে দু’জন সবুজ মেরুন সমর্থক মাঠে ঢুকে পড়েন। ফুটবলারদের দিকে ছুটে যান তাঁরা। যার জেরে ফুটবলারদের নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ১০ হাজার ডলার বা ভারতীয় মুদ্রায় সাত লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করা হবে সবুজ-মেরুন শিবিরকে। বস্তুত, গতকাল যুবভারতীতে সমর্থকরা বেশ ভালমতোই অস্বস্তিতে ফেলেছে ম্যানেজমেন্টকে। এদিন মাঠে মোহনবাগান নামের আগে ‘এটিকে’ সরানোর দাবিতে বেশ কিছু টিফোও দেখা যায়।

যদিও মোটের উপর এদিন দর্শকের উপস্থিতি ছিল বেশ হতাশাজনক। দু’বছর বাদে ম্যাচ ফিরল যুবভারতীতে (Vivekananda YBK)। মনে করা হচ্ছিল, প্রিয় দলকে ঘিরে সোশ্যাল সাইটের যাবতীয় উত্তেজনার প্রতিফলন দেখা যাবে যুবভারতীর গ্যালারিতেও। কিন্তু ৩৩ হাজার দর্শকের মাঠে ঢোকার অনুমতি থাকলেও, এদিন দর্শক উপস্থিত মাত্র ২৪ হাজার ৭৭৩ জন! যা বেশ হতাশাজনক।

এদিকে ব্লু স্টারকে (Blue Star FC) পাঁচ গোলে হারানোর পরেও এটিক মোহনবাগান কোচ ফেরান্দো অদ্ভুতভাবে নিজেকে সতর্কায় মুড়ে ডিফেন্সিভ স্টাইলে বললেন, “এএফসি কাপ আন্তর্জাতিক প্রতিযোগিতা। সেখানে অন্য দেশের সেরা দলগুলি খেলছে। ফলে এএফসি কাপ আমাদের জন্য কিছুতেই সহজ প্রতিযোগিতা হতে পারে না।’’ এটিকে মোহনবাগানের পরের ম্যাচ ঢাকা আবহনীর বিরুদ্ধে। আপাতত সেই ম্যাচের প্রস্তুতি ব্যস্ত ফেরান্দো। আইএসএল (ISL 2022) ডার্বিতে হ্যাটট্রিক করে রীতিমতো নায়ক হয়ে যাওয়া কিয়ান নাসিরির মারাত্মক আক্ষেপ, এখনও স্কোরবুকে কোনও আন্তর্জাতিক গোল নেই। মনবীরের ক্রস থেকে দিনের সহজতম সুযোগটা নষ্ট না করলে, এদিনই আন্তর্জাতিক ম্যাচে গোলের স্বাদটা পেয়ে যেতেন জামশেদ পুত্র।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen