বিনোদন বিভাগে ফিরে যান

তেইশ হাজারেরও বেশি বইয়ের সাহায্যে তৈরি হল দক্ষিণী সুপারস্টার যশের প্রতিকৃতি

April 13, 2022 | < 1 min read

সারা বিশ্বে যে দক্ষিণী ছবি এত সমাদৃত এবং বক্সঅফিসে তুমুল সাফল্যের পিছনে যে ভক্তদের অবদান অপরিসীম তা বলাই বাহুল্য। দক্ষিণী সিনেমা এবং তারকাদের নিয়ে ভক্তদের উন্মাদনা একেবারেই ভিন্ন মাত্রার। দক্ষিণী সুপারস্টার যশের ‘কেজিএফ চ্যাপটার ২’ মুক্তি পেতে চলেছে আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ ১৪ এপ্রিল। এই ছবি মুক্তির আগেই একের পর এক বিশ্ব রেকর্ড গড়ছে ছবিটি। ইতিমধ্যেই অগ্রিম বুকিং এ রেকর্ড গড়েছে ছবিটি। বক্স অফিসে ঝড় তোলা ট্রিপল আর ছবিকেও এক্ষেত্রে পিছনে ফেলে দিয়েছে ‘কেজিএফ চ্যাপটার ২’। আরও একটি নতুন বিশ্ব রেকর্ড গড়েছে যশ এর ভক্তরা। ‘কেজিএফ চ্যাপটার ১’ মুক্তি পাবার সাথে সাথে যশ এর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হয়েছিল। হিন্দি দর্শক সহ সারা বিশ্বে তিনি জনপ্রিয় হয়েছেন। এবার দ্বিতীয় পর্বের এই ছবি নিয়ে যশ-ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন উন্মাদনা। দ্বিতীয় পর্ব মুক্তির আগে বিশেষভাবে স্বাগত জানাতে যশ এর ভক্তরা তাঁকে বিশেষভাবে সম্মান জানাতে চাইছেন। ভক্তরা সেইজন্য এক অভিনব পদ্ধতিতে প্রায় তেইশ হাজারেরও বেশি বই এর সাহায্যে দক্ষিণী সুপারস্টার এর সবচেয়ে বড় প্রতিকৃতি তৈরি করেছেন।

অল কর্ণাটক রকিং স্টার যশ ফ্যান অ্যাসোসিয়েশন যশের একটি মোজাইক প্রতিকৃতি তৈরি করেছে। সোশ্যাল মিডিয়ায় ফ্যানক্লাব লিখেছে,’বিগ-বিগার- বিগেস্ট আমরা ১২০x১৭০ ফুটের কথা ভেবেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত এটি আমাদের প্রত্যাশার চেয়ে বেশি হল। এটিকে ১৩৫x১৯০ ফুট পর্যন্ত প্রসারিত করতে হয়েছিল। এই প্রতিকৃতিটি ২৫ হাজার ৬৫০ বর্গফুট এলাকা জুড়ে রয়েছে। যা সত্যি বিশ্ব রেকর্ড’। প্রসঙ্গত, ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ ছবিটি পরিচালনা করেছেন প্রশান্ত নীল। এই ছবিতে যশ এর বিপরীতে দেখা যাবে বলিউড সুপারস্টার সঞ্জয় দত্তকে। অধীরা চরিত্রে দেখা যাবে সঞ্জয়কে। হিন্দি দর্শকদের কাছে ছবিতে তিনি অন্যতম আকর্ষণ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Yash, #world record

আরো দেখুন