রাজ্য বিভাগে ফিরে যান

আসানসোলে সবুজ ঝড়, কাঁটা নিয়েই বালিগঞ্জে জয় বাবুলের

April 16, 2022 | 3 min read

কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে সদ্য সমাপ্ত হয়েছে আসানসোল‌ ও বালিগঞ্জের উপনির্বাচন। এক্ষেত্রে বালিগঞ্জে ভোট পড়েছে ৪১.১০ শতাংশ এবং আসানসোলে ৬৪.০৩ শতাংশ। এই দুটি আসনে মোট ১৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন বাংলার জনতা-জনার্দন।

গোটা বাংলার নজর এখন আসানসোল ও বালিগঞ্জ উপনির্বাচনের ফলাফলের দিকে। এই নির্বাচনে বিরোধীরা আদৌ খাতা খুলতে পারে কিনা, আর কিছুক্ষণ পরেই তার আভাস পেয়ে যাবে বাংলার মানুষ।

লাইভ আপডেট

৩:৪৫: আসানসোল লোকসভা হাতছাড়া বিজেপির। তিন লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা

৩:১৫: তিন লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে আসানসোলে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা

৩:০০: ২,৯৭,০০০ ভোটের ব্যবধানে আসানসোলে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা

২:৩০: ২০,০৩৮ ভোটের ব্যবধানে বালিগঞ্জে জয়ী হলেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়

২:২৫: আসানসোলে ২,৮১,০০০ ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা

১:৩৬: আসানসোলের মানুষকে ধন্যবাদ। বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে নতুন পালক যোগ হল। দলের সকল কর্মীকে ধন্যবাদ। আমি মানুষের ভালোবাসা মাথা পেতে নিচ্ছি, বললেন শত্রুঘ্ন সিনহা

১:৩৫: পরাজয় স্বীকার করলেন অগ্নিমিত্রা পাল। কোনও অজুহাত দেব না। আত্মসমালোচনা করতে হবে, বললেন আসানসোলের বিজেপি প্রার্থী

১:৩০: বালিগঞ্জে ১৯ রাউন্ড গণনার পর ১৯,৯০৪ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়

১:৩০: আসানসোলে ২,১১,৩২১ ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা

১:২০: আসানসোলে ২,০৩,২৯৪ ভোটেরও বেশি ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা

১:০০: আসানসোলে ১,৮২,০০০ ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা

১২:৪৭: আসানসোলে ১,৫৬,০০০ ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা

১২:৩৫: বালিগঞ্জে আর মাত্র এক রাউন্ড গণনা বাকি। প্রায় ১৮,০০০ ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল

১২:৩০: বালিগঞ্জে ১৬ রাউন্ড গণনার শেষে ১৪,৩০০ ভোটে এগিয়ে তৃণমূল

১২:১৬: বালিগঞ্জে ১৪ রাউন্ড গণনার পর প্রায় ১১,০০০ ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল

১২:১৫: আসানসোলে ১,৩৪,০০০ ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা

১২:০৫: আসানসোলে ১,১৫,৭৩৩ ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা

১২:০০: আসানসোলে ১,০৫,৪৫৮ ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা

১১:৫০: বালিগঞ্জে ১৩ রাউন্ড গণনার পর ৯৪০০ ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল

১১:৪৫: আসানসোলে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা এগিয়ে। ব্যবধান এক লক্ষ ছাড়াল

১১:৩৮: আসানসোলে প্রায় ৯৪,৩০০ ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা

১১:৩৫: বালিগঞ্জে ১২ রাউন্ড গোনার পর ৮২০০ ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল

১১:৩১: আসানসোলে প্রায় ৮৭,০০০ ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা

১১:২৫: আসানসোলে ৭৮,০০০ ভোটের বেশি ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা

১১:২০: বালিগঞ্জে ১১ রাউন্ড গোনার পর সাড়ে ৮ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল

১১:১৫: আসানসোলে প্রায় ৬২,০০০ ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা

১১:১০: আসানসোলে ৫০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা

১১:০৩: বালিগঞ্জে দশম রাউন্ডের গণনার পর ৭৯০০ ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল

১১:০০: আসানসোলে লিড বাড়াচ্ছে তৃণমূল। প্রায় ৩৫,০০০ ভোটের ব্যবধানে এগিয়ে শত্রুঘ্ন সিন্হা

১০:৫০: নির্বাচন কমিশন সূত্রে খবর, আসানসোলে ২৫,০০০ ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা

১০:৪০: বালিগঞ্জে অষ্টম রাউন্ডের গণনার পর ৮১০৯ ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল

১০:১০: বালিগঞ্জে ষষ্ঠ রাউন্ডের গণনা শেষ, ৯১০৫ ভোটে এগিয়ে তৃণমূল

১০:০৩: নির্বাচন কমিশন সূত্রে খবর, আসানসোলে শত্ৰুঘ্ন সিন্হা এগিয়ে ৯৬২১ ভোটের ব্যবধানে

১০:০০: বালিগঞ্জে পঞ্চম রাউন্ড গণনার পর তৃণমূল এগিয়ে সাড়ে ৮ হাজার ভোটের ব্যবধানে

৯:৪০: বালিগঞ্জে চতুর্থ রাউন্ড শেষে তৃণমূল ৬৩০০ ভোটে এগিয়ে

:৩০: বালিগঞ্জে তৃতীয় রাউন্ডের গণনার শেষে ৪,৭০০ ভোটে এগিয়ে তৃণমূল

৯:২২: প্রথম রাউন্ডের গণনার শেষে আসানসোলে এগিয়ে শত্রুঘ্ন সিনহা

৯:১৬: বালিগঞ্জে দুই রাউন্ড গণনার পর দ্বিতীয় স্থানে সিপিএম, চতুর্থ স্থানে বিজেপি

৯.০১ আসানসোল লোকসভা উপনির্বাচন – আনসোল উত্তর এবং জামুরিয়া বিধানসভায় এগিয়ে তৃণমূল, আসানসোল দক্ষিণ এবং কুলটি বিধানসভায় এগিয়ে বিজেপি

৯:০০: বালিগঞ্জে দ্বিতীয় রাউন্ডের গণনার শেষে ৪০০০ এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন বাবুল সুপ্রিয়

৮:৪৫: বালিগঞ্জে প্রথম রাউন্ডের গণনার শেষে ২১৭০ ভোটে এগিয়ে রয়েছেন বাবুল সুপ্রিয়

৮:৩২: প্রাথমিক গণনার পর বালিগঞ্জে এগিয়ে তৃণমূল, আসানসোলে এগিয়ে অগ্নিমিত্রা পাল

৮:০১: গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়, রয়েছে আঁটোসাঁটো ব্যবস্থা

৮:০০: শুরু হয়ে গেল আসানসোল ও বালিগঞ্জের ভোটগণনা। বালিগঞ্জে ১৬ রাউন্ড এবং আসানসোলে ১৪-১৮ রাউন্ডে গণনা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #asansol, #By Election, #Ballygunge

আরো দেখুন