আসানসোলে সবুজ ঝড়, কাঁটা নিয়েই বালিগঞ্জে জয় বাবুলের
গোটা বাংলার নজর এখন আসানসোল ও বালিগঞ্জ উপনির্বাচনের ফলাফলের দিকে। এই নির্বাচনে বিরোধীরা আদৌ খাতা খুলতে পারে কিনা, আর কিছুক্ষণ পরেই তার আভাস পেয়ে যাবে বাংলার মানুষ।

কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে সদ্য সমাপ্ত হয়েছে আসানসোল ও বালিগঞ্জের উপনির্বাচন। এক্ষেত্রে বালিগঞ্জে ভোট পড়েছে ৪১.১০ শতাংশ এবং আসানসোলে ৬৪.০৩ শতাংশ। এই দুটি আসনে মোট ১৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন বাংলার জনতা-জনার্দন।
গোটা বাংলার নজর এখন আসানসোল ও বালিগঞ্জ উপনির্বাচনের ফলাফলের দিকে। এই নির্বাচনে বিরোধীরা আদৌ খাতা খুলতে পারে কিনা, আর কিছুক্ষণ পরেই তার আভাস পেয়ে যাবে বাংলার মানুষ।
লাইভ আপডেট
৩:৪৫: আসানসোল লোকসভা হাতছাড়া বিজেপির। তিন লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা
৩:১৫: তিন লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে আসানসোলে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা
৩:০০: ২,৯৭,০০০ ভোটের ব্যবধানে আসানসোলে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা
২:৩০: ২০,০৩৮ ভোটের ব্যবধানে বালিগঞ্জে জয়ী হলেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়
২:২৫: আসানসোলে ২,৮১,০০০ ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা
১:৩৬: আসানসোলের মানুষকে ধন্যবাদ। বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে নতুন পালক যোগ হল। দলের সকল কর্মীকে ধন্যবাদ। আমি মানুষের ভালোবাসা মাথা পেতে নিচ্ছি, বললেন শত্রুঘ্ন সিনহা
১:৩৫: পরাজয় স্বীকার করলেন অগ্নিমিত্রা পাল। কোনও অজুহাত দেব না। আত্মসমালোচনা করতে হবে, বললেন আসানসোলের বিজেপি প্রার্থী
১:৩০: বালিগঞ্জে ১৯ রাউন্ড গণনার পর ১৯,৯০৪ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়
১:৩০: আসানসোলে ২,১১,৩২১ ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা
১:২০: আসানসোলে ২,০৩,২৯৪ ভোটেরও বেশি ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা
১:০০: আসানসোলে ১,৮২,০০০ ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা
১২:৪৭: আসানসোলে ১,৫৬,০০০ ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা
১২:৩৫: বালিগঞ্জে আর মাত্র এক রাউন্ড গণনা বাকি। প্রায় ১৮,০০০ ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল
১২:৩০: বালিগঞ্জে ১৬ রাউন্ড গণনার শেষে ১৪,৩০০ ভোটে এগিয়ে তৃণমূল
১২:১৬: বালিগঞ্জে ১৪ রাউন্ড গণনার পর প্রায় ১১,০০০ ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল
১২:১৫: আসানসোলে ১,৩৪,০০০ ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা
১২:০৫: আসানসোলে ১,১৫,৭৩৩ ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা
১২:০০: আসানসোলে ১,০৫,৪৫৮ ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা
১১:৫০: বালিগঞ্জে ১৩ রাউন্ড গণনার পর ৯৪০০ ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল
১১:৪৫: আসানসোলে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা এগিয়ে। ব্যবধান এক লক্ষ ছাড়াল
১১:৩৮: আসানসোলে প্রায় ৯৪,৩০০ ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা
১১:৩৫: বালিগঞ্জে ১২ রাউন্ড গোনার পর ৮২০০ ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল
১১:৩১: আসানসোলে প্রায় ৮৭,০০০ ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা
১১:২৫: আসানসোলে ৭৮,০০০ ভোটের বেশি ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা
১১:২০: বালিগঞ্জে ১১ রাউন্ড গোনার পর সাড়ে ৮ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল
১১:১৫: আসানসোলে প্রায় ৬২,০০০ ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা
১১:১০: আসানসোলে ৫০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা
১১:০৩: বালিগঞ্জে দশম রাউন্ডের গণনার পর ৭৯০০ ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল
১১:০০: আসানসোলে লিড বাড়াচ্ছে তৃণমূল। প্রায় ৩৫,০০০ ভোটের ব্যবধানে এগিয়ে শত্রুঘ্ন সিন্হা
১০:৫০: নির্বাচন কমিশন সূত্রে খবর, আসানসোলে ২৫,০০০ ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা
১০:৪০: বালিগঞ্জে অষ্টম রাউন্ডের গণনার পর ৮১০৯ ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল
১০:১০: বালিগঞ্জে ষষ্ঠ রাউন্ডের গণনা শেষ, ৯১০৫ ভোটে এগিয়ে তৃণমূল
১০:০৩: নির্বাচন কমিশন সূত্রে খবর, আসানসোলে শত্ৰুঘ্ন সিন্হা এগিয়ে ৯৬২১ ভোটের ব্যবধানে
১০:০০: বালিগঞ্জে পঞ্চম রাউন্ড গণনার পর তৃণমূল এগিয়ে সাড়ে ৮ হাজার ভোটের ব্যবধানে
৯:৪০: বালিগঞ্জে চতুর্থ রাউন্ড শেষে তৃণমূল ৬৩০০ ভোটে এগিয়ে
৯:৩০: বালিগঞ্জে তৃতীয় রাউন্ডের গণনার শেষে ৪,৭০০ ভোটে এগিয়ে তৃণমূল
৯:২২: প্রথম রাউন্ডের গণনার শেষে আসানসোলে এগিয়ে শত্রুঘ্ন সিনহা
৯:১৬: বালিগঞ্জে দুই রাউন্ড গণনার পর দ্বিতীয় স্থানে সিপিএম, চতুর্থ স্থানে বিজেপি
৯.০১ আসানসোল লোকসভা উপনির্বাচন – আনসোল উত্তর এবং জামুরিয়া বিধানসভায় এগিয়ে তৃণমূল, আসানসোল দক্ষিণ এবং কুলটি বিধানসভায় এগিয়ে বিজেপি
৯:০০: বালিগঞ্জে দ্বিতীয় রাউন্ডের গণনার শেষে ৪০০০ এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন বাবুল সুপ্রিয়
৮:৪৫: বালিগঞ্জে প্রথম রাউন্ডের গণনার শেষে ২১৭০ ভোটে এগিয়ে রয়েছেন বাবুল সুপ্রিয়
৮:৩২: প্রাথমিক গণনার পর বালিগঞ্জে এগিয়ে তৃণমূল, আসানসোলে এগিয়ে অগ্নিমিত্রা পাল
৮:০১: গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়, রয়েছে আঁটোসাঁটো ব্যবস্থা
৮:০০: শুরু হয়ে গেল আসানসোল ও বালিগঞ্জের ভোটগণনা। বালিগঞ্জে ১৬ রাউন্ড এবং আসানসোলে ১৪-১৮ রাউন্ডে গণনা হবে।