নববর্ষের প্রাক্কালে ফের স্বস্তি, রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা কমে ১৫

দৈনিক সংক্রমণের গ্রাফ আরও নিম্নমুখী। বাড়ছে সুস্থতার হার। এই মুহূর্তে তা ৯৮.৯৩ শতাংশ। এই পরিসংখ্যানে যথেষ্ট স্বস্তিতে আমজনতা থেকে চিকিৎসক মহল।

April 14, 2022 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

পয়লা বৈশাখের প্রাক্কালে ফের স্বস্তি। রাজ্যের কোভিড (COVID-19) গ্রাফ আরও নিম্নমুখী। ফের মৃত্যুশূন্য বাংলা। রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৫ জন। বুধবার যা ছিল ১৮। অর্থাৎ দৈনিক সংক্রমণের গ্রাফ আরও নিম্নমুখী। বাড়ছে সুস্থতার হার। এই মুহূর্তে তা ৯৮.৯৩ শতাংশ। এই পরিসংখ্যানে যথেষ্ট স্বস্তিতে আমজনতা থেকে চিকিৎসক মহল।

শুক্রবার নতুন বছর শুরু বঙ্গে। পবিত্র তিথি ঘিরে মানুষজনের উদ্দীপনা তুঙ্গে। সে সময় কোভিড পরিসংখ্যানে স্বস্তিই মিলছে। গত প্রায় ২ সপ্তাহ ধরে করোনা ভাইরাস রাজ্যে কারও প্রাণ কাড়তে পারেনি। আক্রান্তের সংখ্যাও দিনদিন কমছে। রাজ্য স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন রাজ্যের ৪৩ জন। এ নিয়ে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ১৯,৯৬,১৭৬। মোট আক্রান্ত হয়েছিলেন ২০,১৭,৯৪৬ জন।মহামারী প্রাণ কেড়েছে ২১,২০০ জনের।

কমছে পজিটিভিটি রেট। গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ২৬ টি নমুনা পরীক্ষা হয়েছে, তার মধ্যে ০.১৫ শতাংশ রিপোর্ট পজিটিভ। অ্যাকটিভ কেসও নিম্নমুখী। এই মুহূর্তে রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্য়া ৩৩। মহামারীর বিরুদ্ধে যুদ্ধে হাতিয়ার করোনা ভ্যাকসিন। গোটা দেশের সঙ্গে এ রাজ্যেও জোরকদমে চলছে টিকাকরণ। প্রথম, দ্বিতীয় ও প্রিকশন ডোজ দেওয়া চলছে। সর্বক্ষেত্রেই লক্ষ্যমাত্রার চেয়ে বাড়তি ডোজ দিয়েছে স্বাস্থ্যদপ্তর। এ রাজ্যে ভ্যাকসিনের একটি ডোজও নষ্ট হয়নি।

যদিও এত স্বস্তির মাঝেও ওমিক্রনের XE ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ রয়েছে দেশে। যদিও এদেশে এই ভ্যারিয়েন্টে সংক্রমিতের সংখ্যা ন্যূনতম। ৯ ধরনের ভ্যাকসিনের মাধ্যমে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই চলছে। তাতে ভারত তথা বাংলার পরিস্থিতি যে বেশ ভাল, তা প্রতিদিনের করোনা গ্রাফ থেকেই স্পষ্ট।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen