কামাখ্যা মন্দিরের ইতিহাসে এই প্রথম বন্ধ অম্বুবাচী মেলা

দেশে বহু জায়গায় মন্দির-মসজিদ-গির্জা খোলা শুরু করলেও গুয়াহাটির নীলাচল পাহাড়ের বিখ্যাত কামাখ্যা মন্দির ৩০ জুন অবধি বন্ধ থাকবে বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে।

June 22, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

দেশে বহু জায়গায় মন্দির-মসজিদ-গির্জা খোলা শুরু করলেও গুয়াহাটির নীলাচল পাহাড়ের বিখ্যাত কামাখ্যা মন্দির ৩০ জুন অবধি বন্ধ থাকবে বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে। কেন্দ্র এবং অসম সরকার করোনাভাইরাস মহামারীর মধ্যেই ৮ জুন থেকে উপাসনার স্থান ফের খোলা অনুমতি দিয়েছে।

কিন্তু সতর্কতার কথা মাথায় রেখে, সমাগম এড়াতে এবার বিখ্যাত অম্বুবাচী মেলাও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কামাখ্যা মন্দির পরিচালন কমিটি। মন্দির পরিচালন কমিটি জানিয়েছে যে অসমে কোভিডি-১৯ সংক্রমণের সংখ্যা বাড়ছে ক্রমশ। সেই কারণেই ৩০ জুন অবধি পুজো ও প্রার্থনার জন্য মন্দির না খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

কামাখ্যা মন্দির

যেহেতু মূল মন্দির বন্ধ থাকবে, তাই ১৭ শতকের পর থেকে মন্দিরের ইতিহাসে এই প্রথম বার্ষিক অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হবে না বলেই পরিচালন কমিটি জানিয়েছে। মন্দির পরিচালন কমিটি জানিয়েছে যে মন্দির বন্ধ থাকাকালীন কেবলমাত্র নির্দিষ্ট আচার অনুষ্ঠান পালন করা হবে। অসমে কোভিড-১৯ সতর্কতা জারির পরে কর্তৃপক্ষ ২০ মার্চ মন্দিরটি বন্ধ করে দেয়।

এ বছর বার্ষিক মেলা ২২ জুন শুরু হওয়ার কথা ছিল। গত বছর এই মেলায় ভারত এবং বিদেশ থেকে আনুমানিক ২০ লক্ষ ভক্ত সমাগম ঘটেছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen