মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে: বাবুল

এ দিন বাবুল অভিযোগ করেন, কেন্দ্রের বিজেপি সরকার মানুষের উপর একের পর এক অত্যাচার করে চলেছে ।  জিনিস পত্রের দাম বাড়ছে ।  তেলের দাম বাড়ছে ।  মানুষ বুঝতে পেয়েছেন বিজেপিকে ভোট দিয়ে কতটা ভুল করেছেন তাঁরা ।

April 16, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌঃ- বাবলু সুপ্রিয় ইন্সটাগ্রাম

মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে, বালিগঞ্জে ভোটের প্রাথমিক ফল সামনে আসার সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদী সরকারকে নিশানা করলেন বাবলু সুপ্রিয়।  তাঁর অভিযোগ, বাংলার মানুষ আগেই বিজেপিকে প্রত্যাখ্যান করেছে, এবার দেশের মানুষও প্রত্যাখ্যান করতে শুরু করেছেন ।  শনিবার বালিগঞ্জ বিধানসভা উপ নির্বাচনের ফল সামনে আসার সঙ্গে সঙ্গেই দেখা যায়, ফের একবার বইতে শুরু করু করেছে তৃণমূল ঝড় ।  প্রাথমিক যে গতিপ্রকৃতি দেখা গিয়েছে, তাতে চার নম্বরে নেমে গিয়েছে বিজেপি।  স্বাভাবিক ভাবেই ফল সামনে আসার সঙ্গেই উল্লাস শুরু হয় তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে ।

এ দিন বাবুল অভিযোগ করেন, কেন্দ্রের বিজেপি সরকার মানুষের উপর একের পর এক অত্যাচার করে চলেছে ।  জিনিস পত্রের দাম বাড়ছে ।  তেলের দাম বাড়ছে ।  মানুষ বুঝতে পেয়েছেন বিজেপিকে ভোট দিয়ে কতটা ভুল করেছেন তাঁরা ।

শনিবার পঞ্চম রাউন্ড গণনার পর দেখা গিয়েছে, বাবুল সুপ্রিয় আট হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন । দুই নম্বর স্থানে রয়েছে সিপিএম ।   বিজেপি যে কেয়া ঘোষকে নিয়ে বালিগঞ্জে কিছু করে দেখানোর আশার করেছিল, পঞ্চম রাউন্ডের মধ্যেই অনেকটা স্পষ্ট এ যাত্রায় তা সম্ভবত হচ্ছে না ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen