দেশ বিভাগে ফিরে যান

ফের আগুন দিল্লির উপহারে, উস্কে দিল ১৯৯৭ এর স্মৃতি

April 17, 2022 | < 1 min read

ছবি সৌঃ হিন্দুস্তান টাইমস

দিল্লির উপহার সিনেমা হলে আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। যদিও ১৯৯৭ সালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে বন্ধই রয়েছে সিনেমা হলটি। রবিবার সকালে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ২৫ বছর আগে ঘটে যাওয়া স্মৃতি ফিরিয়ে দিল। ঘটনাস্থলে দমকলের কয়েকটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

দিল্লি দমকল বিভাগের অধিকর্তা অতুল গর্গ বলেন, “ভোর পৌনে পাঁচটা নাগাদ সিনেমা হলে আগুন লাগার খবর পৌঁছয় তাদের কাছে। ঘটনাস্থলে ন’টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।”

এই ঘটনায় কেউ হতাহত না হলেও হলের ব্যালকনি এবং একটি তল ক্ষতিগ্রস্ত হয়েছে।

১৯৯৭ সালে এই সিনেমা হলেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছিল ৫৯ জনের। আহত হয়েছিলেন শতাধিক। ১৩ জুন সিনেমা হলে ‘বর্ডার’ ছবি চলছিল। বিকেল তিনটের সময় আগুন লেগে যায় সিনেমা হলে। ভিতরেই আটকে পড়ে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছিল ৫৯ জনের এবং আহত হয়েছিলেন ১০৩ জন।

TwitterFacebookWhatsAppEmailShare

#delhi, #Upahar Cinema Hall

আরো দেখুন