বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শিলিগুড়ির বিধায়ক, শুরু রাজনৈতিক জল্পনা

বিজেপি সূত্রে খবর, দুই উপনির্বাচনের ফলাফল প্রকাশের পর দলে টালমাটাল পরিস্থিতি চলছে।

April 18, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি: নিজস্ব

রাজ্য বিজেপির পর্যবেক্ষকদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। বর্তমান পরিস্থিতিতে যেখানে বালিগঞ্জ ও আসানসোলে উপনির্বাচনে বিজেপির পরাজয়ের পর দলের বিভিন্ন পদ থেকে পদত্যাগের হিড়িক চলছে, সেখানে শংকর ঘোষ হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ায় জল্পনা ছড়িয়েছে। যদিও কোনও জল্পনাকেই আমল দেননি শংকর ঘোষ। তিনি সাফ জানিয়েছেন, দলের অনেক গ্রুপ রয়েছে, তাই একটি গ্রুপ ছেড়েছেন। অনেক গ্রুপে থাকায় গুরুত্বপূর্ণ মেসেজ দেখতে সমস্যা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। গ্রুপ ছাড়ার সঙ্গে রাজনৈতিক মতানৈক্যের সম্পর্ক নেই বলে জানিয়েছেন।

তবে বিজেপি সূত্রে খবর, দুই উপনির্বাচনের ফলাফল প্রকাশের পর দলে টালমাটাল পরিস্থিতি চলছে। অনেক বিধায়কই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে। অনেকেই পদ ছেড়ে দলের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিচ্ছেন। অনেকে আবার দলের ভিতরেই নেতৃত্বের মুন্ডুপাত করছেন। তবে শংকর ঘোষ বিধানসভা নির্বাচনের আগে সিপিএম থেকে বিজেপিতে যোগ দেন। নিজের একসময়ের রাজনৈতিক গুরু অশোক ভট্টাচার্যকে হারিয়ে বিধায়ক হন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen