দেশ বিভাগে ফিরে যান

তিনদিনে দু’বার সোনিয়া সকাশে প্রশান্ত, কংগ্রেসে যোগদান কি তবে পাকা?

April 19, 2022 | < 1 min read

ছবি সৌঃ ইকোনমিক টাইমস

নির্বাচনী কুশলী প্রশান্ত কিশোর সোমবার ফের একবার দেখা করলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে। দিল্লির ১০ জনপথে সোনিয়ার বাসভবনে বৈঠক হয় দুই জনের। এই নিয়ে গত তিন দিনের মধ্যে দ্বিতীয়বার সোনিয়ার সঙ্গে দেখা করলেন প্রশান্ত কিশোর। এর জেরে শতাব্দী প্রাচীন কংগ্রেসে পিকের যোগদান নিয়ে জল্পনা আরও বেড়েছে।

এর আগে শনিবার সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন প্রশান্ত কিশোর। সেই বৈঠকে পিকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য একটি বিশদ ব্লুপ্রিন্ট উপস্থাপনা করেছিলেন। এই আবহে জল্পনা তৈরি হয়েছে যে আগামীতে কংগ্রেসে যোগ দেবেন ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির (আইপ্যাক) প্রতিষ্ঠাতা বলে। জানা যায়, গত শনিবারের বৈঠকে কিশোর আরও পরামর্শ দিয়েছিলেন যে পরবর্তী সাধারণ নির্বাচনে কংগ্রেস যাতে ৩৭০টি আসনের উপর ফোকাস করে। তাছাড়া প্রশান্ত কিশোর আরও বলেন, যে রাজ্যগুলিতে কংগ্রেস শক্তিশালী বা দ্বিতীয় স্থানে রয়েছে, সেখানে তাদের একাই ভোটে লড়া উচিত।

এই আবহে গতকাল কংগ্রেসের বরিষ্ঠ নেতারা সোনিযা গান্ধীর বাসভাবনে মিলিত হন এক জরুরি বৈঠকে। মনে করা হচ্ছে প্রশান্ত কিশোরকে নিয়ে আলোচনা করতেই এই বৈঠক ডেকেছিলেন সোনিয়া। বৈঠকে প্রিয়াঙ্কা গান্ধী, কেসি বেণুগোপাল, অম্বিকা সোনি সহ আরও বেশ কয়েকজন বরিষ্ঠ নেতা উপস্থিত ছিলেন। সেই বৈঠক শেষ হতেই প্রশান্ত কিশোরকে ফের একবার গান্ধীদের বাসভবনে দেখা যায়। এর আগে শনিবার কেসি বেণুগোপাল জানিয়েছিলেন যে প্রশান্ত কিশোরের যাবতীয় ‘প্রস্তাবে’র উপর বিচার বিবেচনা করে এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ক নেবে দল। এখন দেখার বিষয় কংগ্রেস কী সিদ্ধান্ত নেয়। এবং সেই সিদ্ধান্ত শতাব্দী প্রাচীণ এই দলকে সাহায্য করে কি না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Congress, #sonia gandhi, #Prashant Kishor

আরো দেখুন