রাজ্য বিভাগে ফিরে যান

বাংলার প্রগতির ভিডিও দেখে আপ্লুত বাণিজ্য মহল, সামিল হতে চান উন্নয়ন যজ্ঞে

April 20, 2022 | < 1 min read

অতিমারি পরিস্থিতির কারণে গত দু’বছর প্রায় স্তব্ধ ছিল গোটা রাজ্য তথা দেশ। বন্ধ ছিল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনও। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই করোনা আতঙ্ক কাটিয়ে চলতি বছর ফের বসল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর। আজ, বুধবার থেকেই শুরু হয়ে গেল দুই দিন ব্যাপী এই শিল্প সম্মেলন। আর এ রাজ্যের নিজস্ব সংস্কৃতি, ব্র‍্যান্ড বাংলাকেই সেখানে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড় থেকে জঙ্গল— অতিথিদের জন্য তৈরি প্রোমোশনাল ভিডিয়োয় রূপসী বাংলার নানাবিধ চিত্র তুলে ধরল তাঁর সরকার৷ সেখানে বাংলার সংস্কৃতির ঐতিহ্য বাউল, ভাটিয়ালি যেমন আছে, তেমনই মিছিল নগরী কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম, হলুদ ট্যাক্সি সবকিছুই তুলে ধরা হয়েছে।

প্রসঙ্গত, রাজ্যে বিনিয়োগ নিয়ে আসার জন্য সোশ্যাল, ফিজিকাল ইনফ্রাস্ট্রাকচার সহ অনেককিছু তৈরি করতে হয়। রাস্তা, বন্দর, বিমানবন্দর এই সবকিছুই যুক্ত থাকে এর মধ্যে। মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানো এবং সরকারের বিভিন্ন শিল্পবান্ধব পলিসিও যুক্ত থাকে এর সঙ্গে। এর পাশাপাশি প্রয়োজন রাজ্যের ব্র্যান্ডিং। এই বছরের সম্মেলনে দেশই বিদেশি প্রতিনিধিদের সামনে এই রাজ্যে শিল্পস্থাপনের সুবিধা ছাড়াও ব্র্যান্ড বাংলাকে তুলে ধরার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। কনভেনশন সেন্টারে একটি ডোম বানানো হয়েছে যার মধ্য দিয়ে সম্পূর্ণ বাংলাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে। বাংলার পট শিল্প, ফোক শিল্প, সংস্কৃতি, টেরাকোটার পাশাপাশি উত্তরবঙ্গের ভাওয়াইয়া, ভাটিয়ালি সব কিছুকে তুলে ধরা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bengal Global Business Summit 2022, #BGBS 2022, #West Bengal

আরো দেখুন