কলকাতা বিভাগে ফিরে যান

কালীঘাট স্কাইওয়াক নির্মাণ কাজ ঢিমেতালে কেন? মুখ্যমন্ত্রীর ধমকে নড়েচড়ে বসল পুরসভা

April 21, 2022 | < 1 min read

প্রতীকী ছবি, সৌজন্যে- জি ২৪ ঘন্টা

কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়ে স্কাইওয়াক নির্মাণ কাজের শ্লথ গতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করেন বলে কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে। এরপর স্কাইওয়াক তৈরির কাজ শুরু করতে তৎপর হল কলকাতা পুরসভা।

পুর প্রশাসন সূত্রে খবর, স্কাইওয়াকের জন্য নির্দিষ্ট জায়গা থেকে হকারদের ইতিমধ্যেই সরানো হয়েছে। কিন্তু তারপরও গত কয়েকমাসে কিছু জটিলতা দেখা দেওয়ায় কাজ এগচ্ছিল না। মুখ্যমন্ত্রীর অসন্তোষের পর ফের জোর তৎপরতা শুরু হয়েছে। কাজ শুরুর ক্ষেত্রে কোথায় কী সমস্যা হচ্ছে, তা খতিয়ে দেখতে ২৬ এপ্রিল যৌথ পরিদর্শন হওয়ার কথা। সমীক্ষক সংস্থা ও এই কাজের বরাত পাওয়া সংস্থার সঙ্গে পরিদর্শনে যাবে কলকাতা পুরসভা। স্কাইওয়াক তৈরি করতে জমি খালি হয়েছে। মন্দির সংলগ্ন এবং মন্দির যাওয়ার রাস্তা থেকে হকারদের সরিয়ে তাঁদের পুনর্বাসন দেওয়া হয়েছে। তারপরও কাজ শুরু হয়নি বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। সূত্র মারফত জানা গিয়েছে, জমি খালি করা গেলেও কাজের বরাত পাওয়া সংস্থা এখনও পর্যন্ত পাইলিংয়ের অনুমতি পায়নি। ওখানে একাধিক পুরনো বাড়ি রয়েছে। এর পাশাপাশি মাটির তলা দিয়ে পুরসভার নিকাশি এবং জলের পাইপলাইন গিয়েছে। ফলে কাজ শুরুর আগে জরিপের কাজ ঠিকমতো না হলে সমস্যা তৈরির আশঙ্কা দেখা দিতে পারে। এছাড়া পুরসভার অন্দরে কিছু প্রশাসনিক জটিলতাও দেখা দিয়েছিল। এইসব কারণে গত কয়েকমাস মূল কাজে হাত দেওয়া যায়নি। তবে মুখ্যমন্ত্রীর অসন্তোষের পর নড়েচড়ে বসেছে পুরসভা। মঙ্গলবার ওই এলাকা পরিদর্শন করেন রাসবিহারীর বিধায়ক তথা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার সহ পুর ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য বিভাগের আধিকারিকরা। এর পাশাপাশি, স্কাইওয়াকের দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে নিয়ে বুধবার পুরসভায় বৈঠক করেন মেয়র পারিষদ। সেই বৈঠকে যৌথ পরিদর্শনের পরিকল্পনা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kalighat Skywalk, #Mamata Banerjee, #KMC

আরো দেখুন