করোনা আবহে বেড়াতে যাওয়ার আগে এই দিকগুলি খেয়াল রাখুন

আপনার হাত নিয়মিত ধোবেন অথবা অ্যালকোহল ভিত্তিক পদার্থ দিয়ে স্যানিটাইজ করবেন। এছাড়াও, অন্যদের থেকে ৩-৬ ফুট দূরত্ব বজায় রাখুন।

June 23, 2020 | 1 min read
Published by: Drishti Bhongi

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বেশ স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে করোনা নামক এই সংক্রমক রোগটিকে নিয়েই আমাদের আরো বেশ কিছুদিন চলতে হবে। কিন্তু বাঙালি নামক এই ভ্রমন পিপাসু জাতি কতোদিনই বা প্রকৃতির রসস্বাদন থেকে নিজেকে বিরত রাখবে! 

ভারত সহ আরো বেশ কিছু দেশ আছে যারা আন্তর্জাতিক ও অভ্যন্তরীন ভ্রমণ উভয় নিয়ন্ত্রণে বেশ কিছু অস্থায়ী ব্যবস্থা গ্রহণ করেছে। ভারত ধীরে ধীরে বায়ুপথে ভ্রমণের হার কমিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে, অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে যাওয়াই ভাল!

আর যদি  ভ্রমণ করতেই হয়, গন্তব্যস্থলের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকুন ও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন। আপনার হাত  নিয়মিত ধোবেন অথবা অ্যালকোহল ভিত্তিক পদার্থ দিয়ে স্যানিটাইজ  করবেন। এছাড়াও, অন্যদের থেকে ৩-৬ ফুট দূরত্ব বজায় রাখুন।

করোনা আবহে বেড়াতে যাওয়ার আগে এই দিকগুলি খেয়াল রাখুন

ভ্রমণে গেলে এই ব্যাপারগুলি মাথায় রাখুনঃ 

  • আপনি যেখানে যাচ্ছেন, সেখানে কি করোনার প্রাদুর্ভাব চলছে?
  • এই যাত্রা চলাকালীন আপনি কি অন্যদের সংস্পর্শে আসবেন?
  • আপনি বা আপনার যাত্রাসঙ্গী কি প্রায়ই অসুস্থতায় ভোগেন?
  • যদি আপনি সংক্রামিত হয়ে যান, তাহলে কি আপনার এমন কোনো জায়গা আছে যেখানে আপনি প্রায় ১৫ দিন ধরে গৃহবন্দী থাকতে পারবেন?
  • আপনি কি কোনো বয়স্ক মানুষ বা মানুষরা যারা কোনো জটিল রোগে ভুগছেন এবং  সহজেই করোনা দ্বারা সংক্রামিত হতে পারেন, এমন কারো সঙ্গে একঘরে থাকবেন?  
  • যদি আপনি বাড়ি ফেরেন, এটা আপনার এলাকায় বা গোষ্ঠীতে সংক্রমণ করবে না তো?

সাহায্য

  • ভারত সরকার কর্তৃক ভ্রমণ সংক্রান্ত পরামর্শগুলি দেখতে দেখুন: https://www.mygov.in/covid-19
  • আপনার যদি কোনো সহায়তা বা কোনো স্পষ্ট সঠিক তথ্য লাগে, তাহলে জাতীয় হেল্পলাইনে ফোন করুন -+91-11-23978046। 
  • আপনি ভারত সরকার নির্মিত হোয়াটসঅ্যাপ চ্যাটবোটটিতে ম্যাসেজ পাঠাতে পারেন – +91 9013151515 
  • আপনার জিজ্ঞাস্যগুলি ncov2019[at]gmail[dot]com তে মেইল করুন।
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen