খেলা বিভাগে ফিরে যান

বিশিষ্ট ফুটবলার ও কোচ সৈয়দ নইমুদ্দিন পাচ্ছেন শান ই মহমেডান সম্মান

April 21, 2022 | < 1 min read

মোহনবাগান ক্লাব প্রতি বছর দেয় মোহনবাগানরত্ন পুরস্কার। ইস্ট বেঙ্গল ক্লাব দেয় ভারত গৌরব সম্মান। এই আদলেই মহমেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে বেশ কয়েক বছর ধরেই চালু হয়েছে শান ই মহমেডান সম্মান। এ বছর তা দেওয়া হবে ভারতবর্ষের বিশিষ্ঠ ফুটবলার এবং কোচ সৈয়দ নইমুদ্দিনকে। আগামি তেইশে এপ্রিল সন্ধ্যায় ক্লাব লনে সম্মানিত হবেন নইমুদ্দিন। তিনই একমাত্র ফুটবলার যিনি অর্জুন এবং দ্রোণাচার্য দুটো পুরস্কারই পেয়েছেন। এর আগে তাঁকে মোহনবাগান ক্লাব দিয়েছে মোহনবাগানরত্ন সম্মান এবং ইস্ট বেঙ্গল ক্লাবের লাইফটাইম অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি। বাকি ছিল মহমেডানের সম্মান। তাও পেতে চলেছেন নইম। পুরস্কারের সাম্মানিক মূল্য এক লক্ষ টাকা। ১৯৬৬ সালে কলকাতায় খেলতে এসেছিলেন নইম। দুই প্রধানে অনেক দিন ধরে খেললেও মহমেডানে তিনি খেলেন মাত্র এক বছর। তবে সেই এক বছরেই তিনি ছিলেন অধিনায়ক। সালটা ছিল ১৯৭৫। তবে মহমেডানের কোচ হিসেবে নইমের প্রচুর অবদান আছে। দলকে প্রচুর ট্রফি দিয়েছেন তিনি। নইমের সঙ্গেই সম্মানিত হবে মহমেডানের এক প্রাক্তন ফুটবলার মহম্মদ ফরিদও।

এ বছরটা মহমেডানের ফুটবল দলের কাছে একটা ঘটনাবহুল বছর। এবার ৪০ বছর পর তারা কলকাতা লিগে চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স হয়েছে ডুরান্ড কাপেও। আই লিগে তারা এখনও চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে আছে। শেষ পর্যন্ত যদি তারা চ্যাম্পিয়ন হয় তাহলে একটা বড় ব্যাপার হবে। তাই সাদা-কালো সদস্য সমর্থকদের কাছে এ বছর খুবই স্পেশাল। তাই তেইশে এপ্রিল ক্লাবের শান ই মহমেডান অনুষ্ঠানে প্রচুর লোক সমাগমের আশা করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Football, #Syed naimuddin, #Shan e Mohameddan, #Mohamedan Sporting Club

আরো দেখুন