দেশজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ, ২৪ ঘন্টায় আক্রান্ত প্রায় আড়াই হাজার
দেশে করোনার (COVID-19) ঊর্ধ্বমুখী গ্রাফ অব্যাহত। শুক্রবার আক্রান্তের সংখ্যাটা পৌঁছে গেল আড়াই হাজারের কাছাকাছি। বাড়ছে অ্যাকটিভ কেসও। যেভাবে ওমিক্রনের বিভিন্ন উপপ্রজাতির প্রকোপ বাড়ছে, তা বেশ চিন্তার।
শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৫১ জন। যা আগের দিনের থেকে অনেকটাই বেশি। এর মধ্যে রাজধানী দিল্লিতেই আক্রান্ত ৯৬৫ জন। যা আগের দিনের থেকে কিছুটা কম হলেও বেশ উদ্বেগজনক। গবেষণা বলছে দিল্লির এই ক্রমবর্ধমান সংক্রমণের কারণ হল ওমিক্রনের ৯টি উপজাতি। যারা দ্রুত ছড়ায়। আগামী দিনে এই উপজাতিগুলি গোটা দেশে ছড়িয়ে গেলে গোটা দেশেই পরিস্থিতির অবনতি হতে পারে।
চিন্তা বাড়াচ্ছে দেশের সক্রিয় করোনা রোগীর সংখ্যাও। এদিন দেশে অ্যাকটিভ কেস বেড়ে হয়েছে ১৪ হাজার ২৪১। যা আগের দিনের থেকে ৮১৮ বেশি। এদিন নামমাত্র স্বস্তি মিলল মৃতের সংখ্যায়। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৪ জনের। যা আগের দিনের থেকে সামান্য কম। দেশে কোভিডে মোট মৃত্যুর সংখ্যা ৫ লক্ষ ২২ হাজার ১১৬ । পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ১৬ হাজার ৬৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১ হাজার ৫৮৯ জন। সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ।