দেশ বিভাগে ফিরে যান

ফের বিতর্ক কর্ণাটকে, হিজাব পরায় পরীক্ষা দিতে পারল না দুই ছাত্রী

April 22, 2022 | < 1 min read

হিজাব পরে আসায় দুই ছাত্রীকে কলেজের পরীক্ষায় বসতে দেওয়া হলনা, ছবি সৌজন্যেঃ- টাইমস অফ ইন্ডিয়া

আরও একবার হিজাব বিতর্ক সামনে এল। জানা গিয়েছে, হিজাব পরে আসায় দুই ছাত্রীকে কলেজের পরীক্ষায় বসতে দেওয়া হলনা। অন্যদিকে ওই দুই ছাত্রীও কলেজ কর্তৃপক্ষের নির্দেশ না মেনে হল থেকে বেরিয়ে যায়।ঘটনাটি ঘটেছে কর্ণাটকে।কার্যত, হিজাব ইস্যু নিয়ে কিছুদিন আগেই কর্ণাটক উত্তপ্ত হয়ে ওঠে, পাশাপাশি দেশ জুড়ে ছড়িয়ে পড়ে বিতর্ক। হিজাব ইস্যুতে কর্ণাটক হাই কোর্ট জানিয়ে দেয়, শিক্ষা প্রতিষ্ঠানের ড্রেস কোড মেনেই চলতে হবে সবাইকে। সেক্ষেত্রে কোন ধর্মীয় পোশাক বিধি মেনে চলা যাবেনা। কিন্তু তা সত্বেও বহু জায়গায় এখনও হিজাব ইস্যু নিয়ে বিতর্ক চলছে। কার্যত বোঝাই যাচ্ছে, কর্ণাটক হাইকোর্টের রায় অনেক সংখ্যালঘুরাই মেনে চলতে রাজি নয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Udupi, #Karnataka hijab row

আরো দেখুন