২৪ ঘন্টায় রাজ্যে করোনা পজিটিভিটি রেট মাত্র ০.৩৯ শতাংশ, স্বস্তিতে বাংলা

গত ২৪ ঘণ্টায় ৩৪ জন সুস্থ হয়েছেন।

April 22, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৪০ জন। গতকালের তুলনায় সামান্য বেশি হলেও, দেশের সামগ্রিক করোনা চিত্রের তুলনায় অনেক স্বস্তিতে রাজ্য। ধারা বজায় রেখে শুক্রবারও মৃত্যুহীন বাংলা।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪০ জনের শরীরে করোনা সংক্রমণ হদিশ পাওয়া গিয়েছে। বর্তমানে পজিটিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ১৭ হাজার ৯৪০। এখনও পর্যন্ত ভাইরাস মোট ২১ হাজার ২০০ জনের প্রাণ কেড়েছে। মৃত্যুহার ১.০৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ৩৪ জন সুস্থ হয়েছেন। যা আবার বৃহস্পতিবারের তুলনায় কিছুটা কম। এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৯৬ হাজার ৪৮৯ জন। সুস্থতার হার ৯৮.৯৪ শতাংশ। পজিটিভিটি রেটও অনেক কম, মাত্র ০.৩৪ শতাংশ।

করোনা মোকাবিলায় টিকাকরণের উপর বিশেষ জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। শুক্রবার রাজ্যজুড়ে ১ লক্ষ ৬৩২ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রিকশন ডোজ দেওয়াও শুরু হয়েছে। বর্তমানে ১৮ ঊর্ধ্ব সকলেই নিতে পারেন প্রিকশন ডোজ। শুক্রবার ২৩ লক্ষ ১৬ হাজার ৯২৫টি প্রিকশন ডোজ দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen