এসএসকেএম থেকে বাড়ি ফিরতেই আইনজীবীকে ডাকলেন অনুব্রত, কারণ কী?

নিজাম প্যালেসের পরিবর্তে গাড়ি ঢোকে এসএসকেএমে৷ তারপরই অনুব্রতর নানাবিধ শারীরিক অসুস্থতার কথা জানা যায়৷

April 23, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

এসএসকেএম থেকে বাড়ি ফিরতেই সিবিআইয়ের নোটিস পেলেন অনুব্রত মণ্ডল৷ শনিবার বিকেল সাড়ে ৫টায় তাঁকে নিজাম প্যালেসে হাজিরা হতে বলা হয়েছে৷ হাতে সময় কম৷ সূত্রের খবর, তারপরই আইনজীবীকে বাড়িতে ডেকে পাঠান বীরভূমের দাপুটে তৃণমূল নেতা৷ গরুপাচার কাণ্ডে নাম জড়িয়েছে অনুব্রতর৷ তাঁকে জেরা করতে চেয়ে এই তলব৷ এর আগে সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রতকে পাঁচবার ডেকেছিল৷ পঞ্চমবার ডাক পেয়ে বীরভূম থেকে কলকাতাতেও আসেন৷ কিন্তু নিজাম প্যালেসের পরিবর্তে গাড়ি ঢোকে এসএসকেএমে৷ তারপরই অনুব্রতর নানাবিধ শারীরিক অসুস্থতার কথা জানা যায়৷

ফুসফুস, অণ্ডকোষ, মস্তিষ্কে অক্সিজেন পৌঁছনো সহ একাধিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনুব্রত। কিছুটা সুস্থ হওয়ার পর শুক্রবার রাতে কলকাতার চিনার পার্কের বাড়িতে ফিরে যান তিনি। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ষষ্ঠবার কেষ্ট মণ্ডলকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ অনুব্রত এখন রয়েছেন চিনার পার্কের বাড়িতে৷ সেখান থেকে নিজাম প্যালেসের দূরত্ব খুব বেশি না৷

আগেই অনুব্রতর সবরকম রক্ষাকবচ তুলে নিয়েছে হাইকোর্ট। প্রয়োজনে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার রাস্তাটাও সিবিআইয়ের কাছে সহজ হয়ে গিয়েছে অনেকটা। গরু এবং কয়লা পাচার কাণ্ডের তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর সেই তদন্তের স্বার্থেই অনুব্রতকে তলব। শারীরিক অসুস্থতার কারণে এতদিন হাজিরা দিতে পারেননি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen