ইডেনে আইপিলের প্লে-অফ হবে একশো শতাংশ দর্শক নিয়েই, জানালেন সৌরভ

সৌরভের শহরে সেই ম্যাচ হওয়ার পর ২৬ মে সেই মাঠেই হবে এলিমিনেটর। পরের দিন আমদাবাদে হবে দ্বিতীয় প্লে-অফ। ২৯ মে ফাইনাল হবে জয় শাহের শহরে।

April 23, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

আইপিলের প্লে-অফ শুরু ২৪ মে। কলকাতাতে হবে সেই ম্যাচ। পরের ম্যাচ কলকাতায় ২৬ মে। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, মুম্বইয়ে সাংবাদিকদের এই খবর জানান বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আইপিএলের ফাইনাল হবে ২৯ মে। আমদাবাদে হবে সেই ম্যাচ। ইডেনে একশো শতাংশ দর্শক থাকবেন বলেও জানিয়েছেন সৌরভ।

ইডেনে যে আইপিএলের প্লে-অফ হবে তা আগেই জানিয়েছিল আনন্দবাজার অনলাইন। সংবাদমাধ্যমকে সৌরভ বলেন, ‘‘লখনউয়ের মাঠে ২৪-২৮ মে মেয়েদের চ্যালেঞ্জার সিরিজ হবে। একানা স্টেডিয়ামে হবে সেই ম্যাচগুলি। আইপিএলের নক আউট পর্ব হবে কলকাতা এবং লখনউয়ে। ২২ মে গ্রুপ পর্বের ম্যাচ শেষ হওয়ার পর সেই সব ম্যাচে ১০০ শতাংশ দর্শক থাকবে।’’

প্রথম প্লে-অফ ম্যাচ হবে ২৪ মে। সৌরভের শহরে সেই ম্যাচ হওয়ার পর ২৬ মে সেই মাঠেই হবে এলিমিনেটর। পরের দিন আমদাবাদে হবে দ্বিতীয় প্লে-অফ। ২৯ মে ফাইনাল হবে জয় শাহের শহরে। প্রতিটা ম্যাচেই ১০০ শতাংশ দর্শক থাকবে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen