হ্যাক মহুয়া মৈত্রের টুইটার অ্যাকাউন্ট! ফেসবুকে পোস্ট জানালেন তিনি

যদিও মহুয়াই প্রথম নন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার হ্যান্ডলও হ্যাকারদের খপ্পরে চলে গিয়েছিল। মোদীর টুইটার হ্যান্ডলও ‘ব্লু টিক’ সম্বলিত।

April 24, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

হ্যাক করা হয়েছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের টুইটার হ্যান্ডল। তিনি নিজেই এ কথা জানিয়েছেন। মহুয়া জানিয়েছেন, যত দিন না সমস্যার সমাধান হচ্ছে, তাঁর টুইটার অ্যাকাউন্ট বন্ধই রাখবে।

প্রসঙ্গত, মহুয়ার টুইটার হ্যান্ডলটি ভেরিফায়েড অ্যাকাউন্ট। অর্থাৎ টুইটারের তরফে যাচাই করা। সাধারণত বলা হয়, যাচাই করা হ্যান্ডলের নিরাপত্তা বেশি। যদিও মহুয়াই প্রথম নন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার হ্যান্ডলও হ্যাকারদের খপ্পরে চলে গিয়েছিল। মোদীর টুইটার হ্যান্ডলও ‘ব্লু টিক’ সম্বলিত। যদিও তা সঙ্গে সঙ্গে উদ্ধার করা গিয়েছিল।

এ বার হ্যাকারদের নিশানায় মহুয়া মৈত্র। শনিবার মধ্যরাত পর্যন্তও তাঁর টুইটার হ্যান্ডলে বিভিন্ন দ্রব্য ও পণ্যের বিজ্ঞাপনকে মহুয়া ‘রিটুইট’ করেছেন বলে দেখা যাচ্ছে। যেগুলো মহুয়ার করা নয় বলেই জানিয়েছেন করিমপুরের তৃণমূল সাংসদ। ফেসবুকে তিনি একটি পোস্ট দিয়ে জানিয়েছেন, তাঁর টুইটার হ্যান্ডল হ্যাক করা হয়েছে। পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen