দেশ বিভাগে ফিরে যান

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২৫৯৩ জন, চতুর্থ ঢেউয়ের আশঙ্কা

April 24, 2022 | < 1 min read

ছবি সৌঃ এনডিটিভি

বৃহস্পতিবার দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন দু’হাজার ৩৮০ জন। শুক্রবার আরও দু’হাজার ৪৫১। শনিবার দু’হাজার ৫২৭। রবিবার সকাল আটটার হিসেব বলছে গত ২৪ ঘণ্টায় ভারতে দু’হাজার ৫৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। হিসেব করলে দেখা যাবে, প্রতি ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ আগের দিনের থেকে ৬০-৭০ জন করে বাড়ছে। কোনও কোনও দিন এই বৃদ্ধি ৩০০ কিংবা ৮০০ ছাপাচ্ছে না তা নয়। তবে প্রতিদিনের ওই ৭০ জনের বৃদ্ধি থেকেই যাচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা এ ভাবে একই হারে এক টানা সংক্রমণ বাড়তে থাকলে দেশে চতুর্থ স্ফীতি নিয়ে উদ্বেগ বাড়বে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী শনিবারের তুলনায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা গত ২৪ ঘণ্টায় প্রায় ৮০০ জন বেড়েছে। ১৫ হাজার ৮৭৩ জন সক্রিয় রোগী রয়েছেন দেশে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Coronavirus, #covid19, #Covid India

আরো দেখুন