চীনা নাগরিকদের ভ্রমণ ভিসা বাতিল করল ভারত
চীনের বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করল ভারত।
April 24, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

চীনের বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করল ভারত। চীনা নাগরিকদের ভারতের ভ্রমণ ভিসা বাতিল করা হয়েছে ভিসা দপ্তরের তরফে। এমনটাই জানিয়েছে, আন্তর্জাতিক বিমান পরিবহন সমিতি। চীনে পাঠরত ভারতীয় পড়ুয়াদের অফলাইন ক্লাসের জন্য সে দেশে প্রবেশের অনুমতি দিচ্ছে না চীন। সম্ভবত চীনের এই সিদ্ধান্তের পালটা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বারতের তরফে। বর্তমানে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে প্রায় ২২ হাজার ভারতীয় পড়ুয়া বিভিন্ন কোর্সে পড়ছেন। বহু সময় ধরে তাদের চিনে গিয়ে পুনরায় পুরোদমে পড়াশোনা চালিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছে না চীন।