খুন হননি আনিস খান? কী বলছে নিহতের পরিবার?

রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল আনিস খানের মৃত্যু মামলার তদন্ত শুরু করে। যার রিপোর্ট সম্প্রতি আদালতে পেশ করা হয়েছে। আর তা নিয়েই আপত্তি তুলেছে আনিসের পরিবার। জানিয়েছে, এই রিপোর্টে ভুল আছে।

April 25, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর তদন্ত রিপোর্টকে ‘ভুল’ বলে জানাল আনিসের পরিবার। কলকাতা হাই কোর্টে আনিসের পরিবারের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সোমবার বলেন, ‘‘রাজ্য এটাকে ‘খুন’ বলছে না। আমরা তা মেনে নিতে পারছি না। এই রিপোর্টে ভুল আছে।’’

গত ১৮ ফেব্রুয়ারি আমতায় ছাত্রনেতা আনিসের দেহ তাঁর বাড়ির সামনে থেকে উদ্ধার হয়। পরিবারের অভিযোগ ছিল, তার আগে আনিসের বাড়িতে এসেছিলেন কয়েকজন পুলিশকর্মী। তাঁরা আনিসের খোঁজে বাড়ির তিনতলাতেও যান। সেখান থেকেই আনিসকে ঠেলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেছিল পরিবার। ঘটনাটির সিবিআই তদন্তও দাবি করেছিলেন তাঁরা। যদিও আদালত রাজ্য পুলিশকেই ঘটনাটির তদন্তভার দেয়। রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল আনিস খানের মৃত্যু মামলার তদন্ত শুরু করে। যার রিপোর্ট সম্প্রতি আদালতে পেশ করা হয়েছে। আর তা নিয়েই আপত্তি তুলেছে আনিসের পরিবার। জানিয়েছে, এই রিপোর্টে ভুল আছে।

আনিসের পরিবারের অভিযোগের জবাবে বিচারপতি রাজাশেখর মান্থা আনিসের পরিবারকে নির্দেশ দিয়েছেন, তাঁদের আপত্তির কথা হলফনামা পেশ করে আদালতকে জানাতে। বিচারপতি বলেন, এক সপ্তাহের মধ্যেই ওই হলফনামা দিতে হবে। রাজ্যের রিপোর্টে কোথায় কোথায় আপত্তি রয়েছে তা তারা হলফনামায় উল্লেখ করবে। এই মামলায় ১৯ এপ্রিল হাই কোর্টে তদন্ত রিপোর্ট জমা দিয়েছিল রাজ্য। মামলার পরবর্তী শুনানি ১২ মে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen