রাজ্য বিভাগে ফিরে যান

মা-মাটি-মানুষ সরকারের ১১তম বর্ষপূর্তি, অনুষ্ঠানের ভাবনা

April 26, 2022 | < 1 min read

 ৫ মে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় সরকারের বর্ষপূর্তি। পালাবদলের পর থেকে তাঁর সরকারের ১১ বছরও পূর্ণ হচ্ছে। এই সময়কালে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যের সামগ্রিক উন্নতি নিশ্চিত করেছে তাঁর সরকার। এবার সেই সাফল্যের কথাই মানুষের কাছে তুলে ধরতে একমাসের অনুষ্ঠান করা হবে। শুরু হবে ৫ মে। চলবে ৬ জুন পর্যন্ত। এই অনুষ্ঠানের আয়োজন কীভাবে এবং কোথায় কোথায় হবে? জোর দেওয়া হবে কোন প্রকল্পগুলির উপর? সামগ্রিক পরিকল্পনা করতে আগামীকাল, বুধবার হতে পারে সংশ্লিষ্ট দপ্তরগুলির আধিকারিকদের সঙ্গে বৈঠক। দুপুর ৩টে থেকে ওই বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 
দপ্তরগুলির ১১ বছরের সাফল্যের সামগ্রিক রিপোর্ট তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আবার ৫ মে থেকে দুয়ারে সরকার ক্যাম্প হওয়ারও কথা রয়েছে। 


নবান্ন সূত্রের খবর, এবারের দুয়ারে সরকার ক্যাম্পের শুরুর দিনগুলিতে রাজ্যের প্রকল্পের সাফল্য নিয়ে প্রদর্শনী করা হতে পারে। এনিয়ে জেলাশাসকদের প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হবে। দুয়ারে সরকার, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী, যুবশ্রী-সহ বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরা হবে প্রদর্শনীতে। জায়গায় জায়গায় প্রকল্পগুলির উপর ভিত্তি করে সাংস্কৃতিক অনুষ্ঠান করা যায় কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণেও অনুষ্ঠান হতে পারে বলে আধিকারিকদের একাংশের মত। তবে চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীই নেবেন বুধবারের বৈঠকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #tmc, #ma mati manush govt

আরো দেখুন