দেশ বিভাগে ফিরে যান

একশো দিনের মজুরি বাবদ বকেয়া ৪০০ কোটি, মোদী সরকারকে নিশানা বিরোধীদের

April 26, 2022 | < 1 min read

একশো দিনের কাজের প্রকল্প মনরেগার (MGNREGA) চার হাজার কোটি টাকার বেশি মজুরি বকেয়া। এই সংক্রান্ত অন্যান্য ক্ষেত্রেও আটকে আছে আরও ন’হাজার কোটি টাকা। বিষয়টি সামনে আসতেই কটাক্ষ করে কেন্দ্রের উপর চাপ বাড়ানো শুরু করেছে বিরোধীরা। সম্প্রতি গ্রামীণ বিকাশ ও পঞ্চায়েতি রাজ সংক্রান্ত সংসদের স্থায়ী কমিটিতে এই প্রসঙ্গে জরুরি বৈঠক ছিল।

সূত্রের খবর, সেখানেই এই সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। যার জেরে দুশ্চিন্তা প্রকাশ করে মজুরি বৃদ্ধি, প্রকল্পের বাজেট বৃদ্ধি-সহ সরকারের কাছে বেশ কিছু মূল্যবান পরামর্শ দিয়েছে কমিটি। উল্লেখ্য, চলতি অর্থবর্ষে ৭৮ হাজার কোটি টাকার বরাদ্দ পরিমাণ কমিয়ে ৭৩ হাজার কোটি টাকা করার আপত্তি জানিয়েছেন কমিটির সদস্যরা।

রিপোর্ট অনুযায়ী, মনরেগা প্রকল্পে মোট চার হাজার ৬০ কোটি টাকা মজুরি বকেয়া রয়েছে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানার নেতৃত্বাধীন বেঞ্চে মনরেগায় মজুরি বৃদ্ধির আবেদন করে মামলা হয়েছে। এই প্রসঙ্গে সরকারকে কড়া আক্রমণ করেছে বিরোধীরা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরকে হাতিয়ার করে টুইটে কংগ্রেসের তরফে বলা হয়, এবার গরিবের রুজি রুটির ‘বিকাশ’ হতে চলেছে।

প্রসঙ্গত, ২০২১-২০২২ অর্থবর্ষের হিসেব অনুযায়ী, মনরেগা প্রকল্প (MGNREGA) বা ১০০ দিনের কাজে মাইলস্টোন ছুঁয়েছে বাংলা। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, ১০০ দিনের কাজে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়েছে এ রাজ্যেই। ২০২১-২০২২ অর্থবর্ষে এই প্রকল্পে ১ কোটি ১ লক্ষ মানুষ কাজ পেয়েছে এ রাজ্যে। যা দেশের মধ্যে সর্বোচ্চ। কর্মদিবস তৈরির ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। কেন্দ্রের রিপোর্টে দেখা যাচ্ছে, মনরেগা প্রকল্পে কর্মসংস্থানের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস শাসিত রাজস্থান (১ কোটি ৮৭ হাজার বেশি), রয়েছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড। তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ (৭৭ লক্ষ ৪৭ লক্ষের বেশি)।

TwitterFacebookWhatsAppEmailShare

#Modi Government, #West Bengal, #100 days Work

আরো দেখুন