রাজ্য বিভাগে ফিরে যান

তীব্র তাপপ্রবাহের প্রকোপে নাজেহাল দক্ষিণবঙ্গ, কবে মিলবে স্বস্তি?

April 26, 2022 | 2 min read

ছবি সৌজন্যেঃ- bengalnews4u

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা! প্যাচপ্যাচে গরম থেকে রেহাই দিতে বৃষ্টির মুখ দেখতে পারে কলকাতা। আগামী সপ্তাহের শুরুতেই কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ১ থেকে ৩ মে-র মধ্যে শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। সেইসঙ্গে কলকাতাবাসীর জন্য স্বস্তির বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় আপাতত তাপপ্রবাহের কোনও পরিস্থিতি তৈরি হবে না। তবে চলতি সপ্তাহে অস্বস্তিকর গরম বজায় থাকবে। অন্যদিকে, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। আগামী সপ্তাহের প্রথম থেকে হাওয়া বদল হতে পারে বলে জানা যাচ্ছে।

সোমবারের মতো মঙ্গলবারও কলকাতায় গরমে নাজেহাল অবস্থা। চাঁদিফাটা রোদ্দুরে কাহিল শহরবাসী। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, এদিন শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৯ শতাংশ, ন্যূনতম ৩৪ শতাংশ।

হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, আগামী কয়েকদিন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমে তাপপ্রবাহ পরিস্থতি বজায় থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত তাপপ্রবাহের সতর্কতা জারি করেনি আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও গরম বজায় থাকবে। গত কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হয়েছে, যার জেরে সেখানে মনোরম পরিবেশ বজায় ছিল। কিন্তু, আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

কোথায় কত তাপমাত্রা?

আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, সোমবার আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.১ ডিগ্রি সেলসিয়াস। বহরমপুরে পারদ ছুঁয়েছে ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় পারদ ছুঁয়েছে ৪৩.৯ ডিগ্রি সেলসিয়াস। বিষ্ণুপুরে পারদ ছুঁয়েছে ৪৩.৯ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবারে পারদ ছুঁয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। দিঘায় পারদ ছুঁয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার দমমে সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল ৪০.৯ ডিগ্রি সেলসিয়াস। সল্টলেকে তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে পারদ ছুঁয়েছে ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুরে পারদ ছুঁয়েছে ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস। বীরভূমের শ্রীনিকেতনে পারদ ছুঁয়েছে ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস। সুন্দরবনে পারদ ছুঁয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

TwitterFacebookWhatsAppEmailShare

#Weather forecast, #kolkata weather, #West Bengal Weather

আরো দেখুন