স্বাস্থ্য বিভাগে ফিরে যান

লকডাউনের শিথিলতায় আতঙ্কিত হু

June 24, 2020 | < 1 min read

গোটা বিশ্বেই বিভিন্ন দেশ লকডাউন শিথিল করতে শুরু করেছে। মানুষের মধ্যেও রোগ নিয়ে ঔদাসিন্য শুরু হয়ে গেছে। এই পরিস্থিতি বিশ্বকে ভয়ংকর বিপদের দিকে ঠেলে দিতে পারে বলে দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু)। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আদানম বলেন, এখনও পর্যন্ত করোনার ভ্যাকসিন বা কার্যকর ওষুধ আবিষ্কার হয়নি। এই ভাইরাস খুব দ্রুত একজন থেকে অন্যজনের শরীরে প্রবেশ করে। একমাত্র সোশ্যাল ডিসটেন্সিংয়ের মাধ্যমে কোভিড-১৯-এর শৃঙ্খলকে ভাঙা সম্ভব। কিন্তু লকডাউন শিথিল হওয়ায় করোনা-শৃঙ্খলকে ভাঙা কঠিন হয়ে পড়ছে। বিভিন্ন দেশের সরকারের কাছে আরো কিছুদিন লকডাউন চালিয়ে যাওয়ার আবেদন জানিয়েছে হু। 

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। ওয়ার্ল্ডোমিটারের হিসেবে সেই সংখ্যাটা ৪,৭৯,৮১৬। সংক্রামিত প্রায় ৯৪ লক্ষ মানুষ। অ্যাক্টিভ করোনা পজিটিভের সংখ্যা ৩৯ লক্ষ। এঁদের মধ্যে ৫৭ হাজারের অবস্থা আশঙ্কাজনক। 

TwitterFacebookWhatsAppEmailShare

#covid-19, #WHO, #unlock1

আরো দেখুন