২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সত্যজিৎ রায়কে উৎসর্গ করে প্রদর্শনী
এই প্রদর্শনীতে একদিকে রয়েছে সত্যজিৎ রায়ের ছবির চিত্রনাট্য তো অন্যদিকে রয়েছে তাঁর ছবিতে ব্যবহৃত কস্টিউম।

২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেলিব্রট করা হচ্ছে সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ। কিংবদন্তি পরিচালককে শ্রদ্ধার্ঘ জানিয়ে আয়োজন করা হয়েছে এক বিশেষ প্রদর্শণীর।

এই প্রদর্শনীতে একদিকে রয়েছে সত্যজিৎ রায়ের ছবির চিত্রনাট্য তো অন্যদিকে রয়েছে তাঁর ছবিতে ব্যবহৃত কস্টিউম। ঘরে বাইরে ছবিতে ব্যবহৃত শাড়ি জামাকাপড় জায়গা পেয়েছে এই প্রদর্শনীতে।

শতরঞ্জ কি খিলাড়ি ছবিতে কাপড়ে তৈরি করা হয়েছিল দাবার বোর্ড। সেই দাবার ছক দেখা গেল এই প্রদর্শনীতে।

সত্যজিৎ রায় তাঁর কয়েকটি ছবিতে নিজেই সংগীত পরিচালনা করেছেন। তারই মধ্যে উল্লেখযোগ্য ঘরে বাইরে। যে সিন্থেসাইজারে গান কম্পোজ করতেন তিনি, সেই সিন্থেসাইজারও রয়েছে এই প্রদর্শনীতে।

তবে প্রদর্শনীর মুখ্য আকর্ষণ পথের পাঁচালী ছবিতে ব্যবহৃত মিচেল ক্যামেরা। যার মাধ্যমে ইতিহাস তৈরি করেছিলেন কিংবদন্তি সত্যজিৎ রায়।