চলতি আইপিএলে বাংলার ক্রিকেটারদের কার কেমন পারফর্ম্যান্স? একনজরে

গুজরাট টাইটানসের জার্সিতে ৭টি ম্যাচে মাঠে নেমে ১০টি উইকেট নিয়েছেন তিনি। আইপিএলের প্রথমার্ধে গুজরাটের সর্বোচ্চ উইকেটশিকারি হলেন তিনিই।

April 27, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi
চলতি আইপিএলে বাংলার ক্রিকেটারদের মধ্যে সব থেকে সফল ও ধারাবাহিক হলেন মহম্মদ শামি। গুজরাট টাইটানসের জার্সিতে ৭টি ম্যাচে মাঠে নেমে ১০টি উইকেট নিয়েছেন তিনি। আইপিএলের প্রথমার্ধে গুজরাটের সর্বোচ্চ উইকেটশিকারি হলেন তিনিই।
মহম্মদ শামি, ছবি সৌঃ- হিন্দুস্তান টাইমস

চলতি আইপিএলে বাংলার ক্রিকেটারদের মধ্যে সব থেকে সফল ও ধারাবাহিক হলেন মহম্মদ শামি। গুজরাট টাইটানসের জার্সিতে ৭টি ম্যাচে মাঠে নেমে ১০টি উইকেট নিয়েছেন তিনি। আইপিএলের প্রথমার্ধে গুজরাটের সর্বোচ্চ উইকেটশিকারি হলেন তিনিই।

গুজরাট টাইটানসের হয়ে মোটে দু'টি ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন ঋদ্ধিমান সাহা। সাকুল্যে ৩৬ রান করেছেন তিনি। ক্যাচ ধরেছেন ৪টি।
ঋদ্ধিমান সাহা, ছবি সৌঃ- হিন্দুস্তান টাইমস

গুজরাট টাইটানসের হয়ে মোটে দু’টি ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন ঋদ্ধিমান সাহা। সাকুল্যে ৩৬ রান করেছেন তিনি। ক্যাচ ধরেছেন ৪টি।

শাহবাজ আহমেদ আরসিবির জার্সিতে মরশুমের শুরু থেকেই মাঠে নামছেন। তিনি ৯ ম্য়াচে ১৯৫ রান সংগ্রহ করেছেন। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ব্যাটিং গড় বাংলার অল-রাউন্ডারের। যদিও এখনও কোনও উইকেট পাননি তিনি।
শাহবাজ আহমেদ, ছবি সৌঃ- হিন্দুস্তান টাইমস

শাহবাজ আহমেদ আরসিবির জার্সিতে মরশুমের শুরু থেকেই মাঠে নামছেন। তিনি ৯ ম্য়াচে ১৯৫ রান সংগ্রহ করেছেন। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ব্যাটিং গড় বাংলার অল-রাউন্ডারের। যদিও এখনও কোনও উইকেট পাননি তিনি।

আকাশ দীপ আরসিবির হয়ে ৫টি ম্যাচে মাঠে নেমে ৫টি উইকেট নিয়েছেন। যদিও ব্যাঙ্গালোরের বোলারদের মধ্যে ওভার প্রতি সব থেকে বেশি ১০.৮৮ রান করে খরচ করেছেন বাংলার পেসার।
আকাশ দীপ, ছবি সৌঃ- হিন্দুস্তান টাইমস

আকাশ দীপ আরসিবির হয়ে ৫টি ম্যাচে মাঠে নেমে ৫টি উইকেট নিয়েছেন। যদিও ব্যাঙ্গালোরের বোলারদের মধ্যে ওভার প্রতি সব থেকে বেশি ১০.৮৮ রান করে খরচ করেছেন বাংলার পেসার।

পঞ্জাব কিংসের হয়ে এখনও মাঠে নামার সুযোগ হয়নি ইশান পোড়েল ও ঋত্ত্বিক চট্টোপাধ্যায়ের।
ইশান পোড়েল, ছবি সৌঃ- হিন্দুস্তান টাইমস

পঞ্জাব কিংসের হয়ে এখনও মাঠে নামার সুযোগ হয়নি ইশান পোড়েল ও ঋত্ত্বিক চট্টোপাধ্যায়ের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen