রাজ্য বিভাগে ফিরে যান

সর্বদলের আগে ত্রাণ দুর্নীতিতে কড়া বার্তা তৃণমূল সুপ্রীমোর

June 24, 2020 | < 1 min read

নবান্নে সর্বদল বৈঠকের আগের দিন, মঙ্গলবার ত্রাণ-দুর্নীতির বিরুদ্ধে আরও একটি কঠোর পদক্ষেপ করলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কিছু দিন আগেই স্বজনপোষণের অভিযোগে হুগলি জেলার এক গ্রাম পঞ্চায়েত প্রধানকে দল থেকে বহিষ্কার করা হয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। মঙ্গলবার সেই একই পরিণতি হল দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর-২ নম্বর ব্লকের এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের। জনতার রোষের মুখে ওই তৃণমূল নেতা প্রকাশ্যে ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ কবুল করে কান ধরে ক্ষমা চেয়ে নেন। দিনভর এলাকা থেকে তথ্য সংগ্রহ করে এ দিন বিকেলে ওই পঞ্চায়েত সদস্যকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন শাসকদলের শীর্ষ নেতৃত্ব।

ত্রাণ দুর্নীতিতে কড়া বার্তা তৃণমূল সুপ্রীমোর

তবে শাসকদল কড়া পদক্ষেপ করলেও নিচু তলার তৃণমূল নেতাদের একাংশের বিরুদ্ধে সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসছেন বলে বিরোধীদের অভিযোগ। এ দিনও ত্রাণ-দুর্নীতি নিয়ে শাসক-বিরোধী তরজা চরমে ওঠে। তবে সর্বদল বৈঠকের আগের দিন তৃণমূল ফের দলীয় স্তরে কড়া পদক্ষেপের নজির তৈরি করে দলের নিচু তলাতেও বার্তা দিতে চেয়েছে বলে মনে করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Amphan Corona Relief

আরো দেখুন