টলিপাড়ায় রোহন সৃজলার বিচ্ছেদের গুঞ্জন! কি বলছেন দুই তারকা?

নিজেরা স্বীকার না করলেও এখন জল কোনদিকে গড়ায় সেটাই দেখার।

April 28, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

এখনও সোহিনী সরকার ও রণজয় বিষ্ণুর ব্রেকআপ নিয়ে গুঞ্জন কাটেনি। তারমধ্যেই টলিপাড়ায় ফের ভাঙনের ইঙ্গিত। শোনা যাচ্ছে, ‘অপরাজিতা অপু’ ধারাবাহিক খ্যাত রোহন ভট্টাচার্য ও সৃজলা গুহ নাকি সম্পর্কে ইতি টেনেছেন। কারণ ‘মন ফাগুন’ ধারাবাহিকের দৌলতে শন বন্দ্যোপাধ্যায়ের নাকি বিশেষ বন্ধু হয়ে উঠেছেন সৃজলা। জন্মদিন পালন করতে শন এই মুহূর্তে গোয়ায়। এই প্রসঙ্গে রোহনের বক্তব্য, ‘আমরা এখন কাজ নিয়ে ব্যস্ত বলে নিজেদের জন্য সময় একটু কম পাই। ভজ গোবিন্দ ধারাবাহিকের সময়েও এরকম খবর শুনেছিলাম। ভবিষ্যতে যদি সত্যিই কিছু হয় সেটা তো সাবাই জানতেই পারবে।’ অন্যদিকে শনের সঙ্গে সম্পর্ককে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়ে সৃজলা বললেন, ‘আমাদের মধ্যে কোনও বিশেষ সম্পর্ক নেই। আমরা শুধুই সহকর্মী।’ নিজেরা স্বীকার না করলেও এখন জল কোনদিকে গড়ায় সেটাই দেখার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen