আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

ভিসা নীতি সংস্কার করছেন ট্রাম্প, হতাশ সুন্দর পিচাই

June 24, 2020 | 2 min read

এইচ ১বি, এল১-এর মতো ভিসার উপর সাময়িক ভাবে নিষেধাজ্ঞা জারি করল ট্রাম্প প্রশাসন। ২০২০ সালে নতুন করে আর কোনও বিদেশি চাকরিপ্রার্থীকে ভিসা দেবে না আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত নেওয়ার কিছুক্ষণ পর বিবৃতি দিয়ে হোয়াইট হাউস জানায়, ‘ভিসা ব্যবস্থায় সংস্কার এনে মেধা ভিত্তিক ভিসার পথে হাঁটতে চলেছে আমেরিকা।’ অর্থাৎ উচ্চ বেতনের প্রস্তাব পাওয়া উচ্চ মেধার চাকরিপ্রার্থীরাই এখন থেকে ভিসার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। ট্রাম্প প্রশাসনের বক্তব্য, বিদেশিরা যাতে আমেরিকার নাগরিকদের কর্মসংস্থানে ভাগ বসাতে না পারেন, সেটা নিশ্চিত করতেই ভিসা ব্যবস্থায় এই সংস্কার করা হচ্ছে।

বছরে যে ৮০ হাজার চাকরিপ্রার্থীকে আমেরিকার অভিবাসন দপ্তর এইচ ১বি ভিসা দেয়, তাঁদের সিংহভাগই ভারতীয় তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ এবং গবেষক। ফলে, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে ভারতের কাছে চিন্তার বিষয়। তাছাড়া, এমন একটা সময়ে এই নিষেধাজ্ঞা জারি করা হল যখন করোনা-লকডাউন শেষে নতুন উদ্যমে চাকরির খোঁজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন সবাই। ভারত সরকার অবশ্য বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। সরকারি সূত্রে বলা হয়েছে, বর্তমানে যাঁদের কাছে এই ভিসা রয়েছে, তাঁরা কোনও সমস্যায় পড়বেন না। তবে, এটা সবপক্ষই মেনে নিচ্ছে যে, লকডাউন উঠে যাওয়ার পর মার্কিন মুলুকে কাজে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন যাঁরা, যাঁদের অনেকেই হয়তো অক্টোবর মাসকে টার্গেট করেছিলেন, তাঁদের কাছে এটা বড় ধাক্কা।

এইচ-১ বি ভিসা স্থগিতের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করলেন গুগল কর্নধান সুন্দর পিচাই

ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই লটারির মাধ্যমে ভিসা দেওয়ার রীতির বিরুদ্ধে সওয়াল করে আসছেন। তাঁর আমলেই বছরে এইচ ১বি ভিসার সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও লটারির মাধ্যমে ভিসা বিলির ব্যবস্থা চালু ছিল।

যদিও, সেই ব্যবস্থা যে বেশি দিন চলবে না, সে ইঙ্গিত প্রেসিডেন্ট দিয়ে রেখেছিলেন। এ দিন নিষেধাজ্ঞা জারির পর ট্রাম্প প্রশাসনের এক আধিকারিক বলেন, ‘এই নিষেধাজ্ঞা তো সাময়িক ব্যবস্থা। আরও স্থায়ী পরিবর্তন আসছে।’ কী সেই পরিবর্তন? তাঁর কথায়, ‘প্রেসিডেন্ট আমাদের নির্দেশ দিয়েছেন ভিসা ব্যবস্থায় আমূল বদল আনতে। ভিসা বিলির ক্ষেত্রে মেধাকে অগ্রাধিকার দিতে। আমেরিকানদের চাকরি সুরক্ষিত রাখার কথা প্রেসিডেন্ট বার বারই বলে থাকেন, এ বার সেই দিকে পদক্ষেপ করা হবে।’ এখানেই শেষ নয়! এইচ ১বি ভিসা ব্যবস্থায় কী কী ধরনের ‘লুপহোল’ বা ফাঁকফোকর রয়েছে তা খুঁজে বের করার জন্য লেবার সচিবকে তদন্ত করে দেখারও নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট।

TwitterFacebookWhatsAppEmailShare

#H1B Visa, #Donald Trump, #america, #USA

আরো দেখুন