সম্পত্তি গোপন মামলায় আড়াই বছরের জেল বরিস বেকারের
আড়াই বছর জেল হল বরিস বেকারের। তিন বারের উইম্বলডন চ্যাম্পিয়ন ও ছয় বারের গ্র্যান্ড স্লাম ট্রফি জয়ী বরিস বেকার কর ফাঁকির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। মোট চারটি অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই মামলায় রায় ঘোষণা হল শুক্রবার। জার্মান টেনিস তারকাকে আড়াই বছর জেলে থাকতে হবে। শুক্রবার লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালত এই নির্দেশ দিয়েছে।
৫৪ বছরের জার্মানের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি সাড়ে তিন লক্ষ পাউন্ড প্রাক্তন স্ত্রীর অ্যাকাউন্টে পাঠিয়েও তা গোপন করেন। পাশাপাশি উইম্বলডন ট্রফি, জার্মানিতে বহু স্থাবর সম্পত্তি এবং লন্ডনের একটি ফ্ল্যাটের কথাও গোপন করেন নিজেকে দেউলিয়া ঘোষণা করার সময়। স্পেনের মায়োরকায় একটি সম্পত্তি কিনতে তিন লক্ষ পাউন্ডের বেশি ব্যাঙ্ক ঋণ নেন তিনি। কিন্তু ঋণের কিস্তি শোধ না করে নিজেকে দেউলিয়া হিসেবে ঘোষণা করেন বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস খেলোয়াড়।
আদালতে তিনি জানান, তাঁর দুটি উইম্বলডন ট্রফি খোয়া গিয়েছে। পরে দেখা যায়, বেকার বিভিন্ন অন লাইন সংস্থা থেকে দামি জামাকাপড় সহ বিপুল কেনাকাটা করেছেন। তদন্তে জানা যায়, দুই প্রাক্তন স্ত্রী বারবারা এবং লিলি সহ মোট নজনের আ্যাকাউন্টে সাড়ে তিন লক্ষের বেশি পাউন্ড পাঠিয়ে দেন। জার্মানিতে তাঁর একটি বিলাসবহুল বাংলো, একটি বহুজাতিক সংস্থার ৭৫ হাজার শেয়ার এবং লন্ডনের একটি ফ্ল্যাটের কথাও গোপন করেন নিজেকে দেউলিয়া ঘোষণা করার সময়।
শুক্রবার বান্ধবী লিলিয়ান দে কার্ভালহোকে নিয়ে সাউথওয়ার্ক ক্রাউন চত্বরে ঢোকেন বেকার। উইম্বলডনের সেই বিখ্যাত টাইও পরতে দেখা যায় তাঁকে। আইনজীবী রেবেকা চকলি বিচারককে জানান, ব্যাঙ্কের আধিকারিকদের কাছে সত্য গোপন করেছেন বেকার। সব সত্যি জানানোর কথা থাকলেও অনেক কিছু গোপন করে যান। বিচারক ডেবোরা টেলর সব শোনার পরেই শাস্তি ঘোষণা করেন। পরে বেকারের উদ্দেশে বিচারক বলেন, আপনাকে সতর্ক করা সত্ত্বেও আপনি পাত্তা দেননি। খ্যাতির চূড়া থেকে মাটিতে নামতে হল আপনাকে। আপনার টেনিস জীবন, জনপ্রিয়তা সব কিছু হারালেন নিজেকে মিথ্যে দেউলিয়া ঘোষণা করার কারণে।আপনি কোনও দুঃখপ্রকাশ করেননি বা অপরাধও স্বীকার করেননি। তবে আমাদের তরফে আপনার জনপ্রিয়তা নষ্ট করার কোনও চেষ্টা করা হয়নি।”