প্রযুক্তি বিভাগে ফিরে যান

২৫শে জুন ভারতে আসছে Redmi 9

June 25, 2020 | < 1 min read

অনলাইনে Redmi 9 লচের দিন প্রকাশ্যে এল। এই ফোনে থাকছে MediaTek Helio G80 চিপসেট। সঙ্গে থাকছে 5,000 mAh ব্যাটারি। এই ফোনের পিছনে Redmi K30’র ডিজাইন দেখা গিয়েছে। ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা।

Redmi 9 সিরিজে নতুন ফোন লঞ্চ করতে চলেছে Xiaomi। এই সিরিজের অধীনে লঞ্চ হবে Redmi 9, Redmi 9A ও Redmi 9C। সম্প্রতি ইন্টারনেটে এই তিন ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে এই ফোন লঞ্চ করবে Xiaomi।

Redmi 9

Redmi 9 স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Redmi 9-এ থাকবে একটি 6.53 ইঞ্চি ডিসপ্লে। এই ফোনে MediaTek Helio G70 চিপসেট থাকবে। সঙ্গে থাকবে 4GB RAM ও 64GB স্টোরেজ। ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। সেলফি তোলার জন্য থাকছে 5 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনে একটি 5,000 mAh ব্যাটারি থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#technews, #Redmi 9

আরো দেখুন