দেশ বিভাগে ফিরে যান

টিকা নিতে বাধ্য করা যাবে না, জানিয়ে দিল শীর্ষ আদালত

May 2, 2022 | < 1 min read

Vaccine Covid

এখন থেকে কাউকে করোনার টিকা নিতে বাধ্য করা যাবে না। সোমবার এমনই রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। তবে সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, বর্তমান টিকাকরণ নীতিকে অযৌক্তিক বলা যায় না। তবে টিকা না নেওয়ার ফলে জনগণকে যে সব বিধিনিষেধের মুখোমুখি হতে হয়, তা ঠিক নয় বলেই এই দিন সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে।

সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছে, জনসাধারণ এবং চিকিৎসকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে টিকা নেওয়ার ফলে শারীরিক অসুস্থতা হয়েছে, এমন ঘটনা নথিবদ্ধ করতে হবে। সেই তথ্য জনসাধারণ যাতে পায়, সে ব্যবস্থাও করতে হবে। তবে কোনও ব্যক্তির তথ্যের সঙ্গে যাতে কোনও আপস না করা হয়, তা-ও নিশ্চিত করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

কেন্দ্রের তরফে টিকা বাধ্যতামূলক করার পর, এই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করা হয়। তার পর থেকে এই মামলার শুনানি চলছিল।

প্রসঙ্গত, কিছু দিন আগেই কেন্দ্রের তরফে ৮ থেকে ১২ বছর বয়সিদের টিকা দেওয়ার কথা ঘোষণা করা হয়। সব কিছু ঠিক থাকলে শীঘ্রই এই টিকাকরণ চালু হবে বলেও কেন্দ্র জানিয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid 19, #covid vaccine, #corona vaccine

আরো দেখুন