‘সবসময় খালি বাংলার নিন্দা’ অমিতকে আক্রমণ মমতার
বুধবার নেতাজি ইন্ডোরের কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী বলেন, ”আমাদের সরকার জনগণের সরকার। জনতার জন্য কাজ করে। আমরা যেটা বলি সেটা করি

আজ ৫ মে, গত বছর এই দিনেই তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথের বর্ষপূর্তির অনুষ্ঠানের মঞ্চ থেকেই একাধিক ইস্যুতে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী।
বুধবার নেতাজি ইন্ডোরের কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী বলেন, ”আমাদের সরকার জনগণের সরকার। জনতার জন্য কাজ করে। আমরা যেটা বলি সেটা করি। অন্যেরা সেটা করে না। বরং কুৎসা করে। আমাদের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ আছে, আর ওদের কুৎসার ভাণ্ডার। সবসময় খালি বাংলা সরকারের নিন্দা।” সিপিএমের উদ্দেশ্যেও তাঁর তোপ, ”আগে যাঁরা বাম ছিল, আজ তাঁরা সবাই বিজেপিতে নাম লিখিয়েছেন।”
সরাসরি বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রেদেশের নাম করেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, “উত্তরপ্রদেশে বিচার চাইতে গেলে পুলিশ নির্যাতিতাকেই অত্যাচার করে। বাংলায় সেটা করার সাহস কারও হবে না। কেউ যদি এমন কাজ করে, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না।” হুঁশিয়ারির সুরে মুখ্যমন্ত্রী জানান, “নারী নির্যাতন সমর্থনযোগ্য নয়। এ রাজ্যে পুলিশ রং না দেখে ব্যবস্থা নেয়। এটা উত্তরপ্রদেশ, বিহার নয়। পশ্চিমবঙ্গে রাজনৈতিক রং না দেখে শাস্তি দেওয়া হয়।”
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে শানিত আক্রমণের সুরে মমতা বলেন, “যদি কেউ বলে বাংলায় যেও না, গেলে খুন হয়ে যাবে, আমার খুব গায়ে লাগে। বাংলা অন্য রাজ্যের থেকে অনেক ভাল। উত্তরপ্রদেশে থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ ধর্ষণ করে।”
প্রসঙ্গত, এপ্রিল মাসে সংসদের উচ্চকক্ষে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ফ্যাস্টির শব্দটার ব্যাখ্যাই বাংলার সরকার বদলে দিয়েছে। বরং বাংলার সরকার ফ্যাসিস্টের নয়া সংজ্ঞা তৈরি করেছে।” এরপরই তিনি আশঙ্কা প্রকাশ করেন, বাংলা গেলে খুন হতে হবে। বুধবার রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নাম না করে, সেদিন অমিত শাহের ওই সমালোচনার পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এর পাশাপাশি বিজেপি সরকারের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধেও সরব হন মমতা। তিনি বলেন, “বিজেপি সরকার দু’বার করে ওষুধের দাম বাড়িয়েছে। মানুষের পকেট কাটছে টাকা নিচ্ছে। জীবনদায়ী ওষুধেরও দাম বাড়িয়েছে।” গ্যাস, পেট্রল ও ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মমতা।
সুকান্ত মজুমদার-শুভেন্দু অধিকারীদের কৌটো নিয়ে চাঁদা তোলার বিষয়টি নিয়ে সুর চড়ালেন তৃণমূল নেত্রী । মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠানে বলেন, যাঁদের লাখ লাখ টাকা ব্যাঙ্কে রয়েছে, তাঁরা কৌটো নিয়ে রাস্তায় টাকা তুলছে ।