রাজ্য বিভাগে ফিরে যান

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৪৮, পজিটিভিটি রেট ০.৫৫ শতাংশ

May 6, 2022 | < 1 min read

বুধবার রাজ্যের কোভিড গ্রাফ নিম্নমুখী হলেও বৃহস্পতিবার ফের সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ। তবে পাল্লা দিয়ে বেড়েছে সুস্থতাও। সবমিলিয়ে রাজ্যের করোনা (Coronavirus) পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের (Health Department) পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার রাজ্যে ভাইরাস আক্রান্ত হয়েছেন ৪৮ জন। যা বুধবারের তুলনায় কিছুটা বেশি। বর্তমানে বঙ্গে পজিটিভ কেস ২০ লক্ষ ১৮ হাজার ৪৮৯। ১লা মে’র পর আবার করোনায় (COVID-19) এ রাজ্যে মৃত্যু ১ জনের। এখনও পর্যন্ত করোনা ভাইরাস মোট ২১ হাজার ২০৩ জনের প্রাণ কেড়েছে। মৃত্যুহার ১.০৫ শতাংশ।

মঙ্গলবারের তুলনায় বৃহস্পতিবার সুস্থতা কিছুটা বেশি। এদিন ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩৮ জন। এখনও পর্যন্ত মোট ১৯ লক্ষ ৯৬ হাজার ৮৬৪ জন সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ।

২০২০ সালে মার্চ মাস থেকে করোনার থাবায় কার্যত জবুথবু হয়ে গিয়েছিল গোটা দেশ। ব্যতিক্রম নয় গোটা বাংলা। ভাইরাস সংক্রমণ রুখতে রাজ্যে নানা বিধিনিষেধ জারি হয়। সেই সময় থেকেই সামান্য উপসর্গ দেখা দিলেই নমুনা পরীক্ষার উপর জোর দেওয়া হয়। গত ২৪ ঘণ্টায় বাংলায় ৮ হাজার ৬৫২টি নমুনা পরীক্ষা হয়। এখনও পর্যন্ত ২ কোটি ৫১ লক্ষ ৫২৪টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ০.৫৫ শতাংশ।

টিকাকরণের উপরেও প্রথম থেকেই জোর দেওয়া হয়েছে। একদিনে ১,১৮,৯০৬ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রিকশন ডোজ দেওয়া হয়েছে ২৫ লক্ষ ৮০ হাজার ১০৫টি। সংক্রমণের ধারা নিম্নমুখী হলেও সতর্কতা অবলম্বনের বার্তা বিশেষজ্ঞদের। মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ তাঁদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bengal Fights Corona, #West Bengal, #covid 19, #Corona Update

আরো দেখুন