মঙ্গলবার জঙ্গলমহল সফরে যাচ্ছেন মমতা, যোগ দেবেন একাধিক কর্মসূচীতে

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম জঙ্গলমহল সফর

May 7, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: ডিএনএ

কেমন আছে জঙ্গলমহল? তা জানতেই ১০ মে জঙ্গলমহল সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম জঙ্গলমহল সফর। এই সফরে মুখ্যমন্ত্রী শুধুমাত্র প্রশাসনিক বৈঠকই করবেন না, রাজনৈতিক কর্মী সভাতেও উপস্থিত থাকবেন তিনি।

বড় কোনও নাশকতার ঘটনা না-ঘটলেও জঙ্গলমহলে গত কয়েকমাসে সামনে এসেছে একাধিক মাওবাদী কার্যকলাপ ৷ এদিক ওদিক মিলেছে মাওবাদী পোস্টার।একের পর এক মাওবাদী পোস্টারে আতঙ্ক বেড়েছে। মাও যোগ সন্দেহে গ্রেফতারও করা হয়েছে কয়েকজনকে। এমনকি পাওয়া গিয়েছে ল্যান্ডমাইনো। বিভিন্ন জেলার কয়েকজন তৃণমূল নেতা সম্প্রতি বাড়তি নিরাপত্তাও চেয়েছেন পুলিস কর্তাদের কাছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঝাড়গ্রাম সফরে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন নবান্নে প্রশাসনিক বৈঠকে।

সেই সিদ্ধান্ত মতোই ১০ মে, মঙ্গলবার জঙ্গলমহল সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ওইদিন মেদিনীপুর শহরে প্রশাসনিক বৈঠক করবেন৷ পরেরদিন মেদিনীপুর কলেজ মাঠে কর্মী সভা করবেন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি হিসেবে৷ তারপর ঝাড়গ্রামেও মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক করার কথা৷ পশ্চিম মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর দুই কর্মসূচি প্রস্তুতি এখন তুঙ্গে। চলছে চূড়ান্ত প্রশাসনিক তৎপরতা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen