মার্ভেল পরিবারে যুক্ত হলেন বলিউডের পরিচালক-অভিনেতা ফারহান আখতার

ফারহান কেমন চরিত্রে অভিনয় করছেন সেই নিয়ে এখনই মুখ খুলছেন না কেউই

May 7, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

মার্ভেল পরিবারের সঙ্গে যুক্ত হলেন বলিউডের অন্যতম পরিচালক-অভিনেতা ফারহান আখতার। খুব শীঘ্রই জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে শুরু হতে চলেছে মার্ভেলস-এর ওয়েব সিরিজ ‘মিসেস মার্ভে’ল। তাতেই একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ফারহান।সিরিজে নাম ভূমিকায় অভিনয় করবেন ইমান ভেলানি। পাশাপাশি দেখা যাবে আরামিস নাইট,সাগর সেখ,ঋষ শাহ,জেনোবিয়া শ্রফ,মোহন কুপারের মতো একঝাঁক আন্তর্জাতিক তারকাকে। ‘মিসেস মার্ভল’-এ ফারহান কেমন চরিত্রে অভিনয় করছেন সেই নিয়ে এখনই মুখ খুলছেন না কেউই। জানা যাচ্ছে,একজন অতিথি শিল্পী হিসেবেই সিরিজে উপস্থিত থাকবেন ‘লক্ষ্য’-এর পরিচালক। সুখবরটি নিজেই সোশ্যাল সাইটে জানিয়েছেন ফারহান আখতার। মার্ভলসের সিরিজে অভিনেতা-পরিচালককে দেখার অপেক্ষাতেই রয়েছে ভক্তরা। তবে খুব বেশিদিন আর অপেক্ষা করতে হবে না।কারণ,আগামী ৮ জুন থেকেই ওটিটি প্ল্যাটফর্মে শুরু হয়ে যাবে ‘মিসেস মার্ভল’-এর স্ট্রিমিং।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen