প্রযুক্তি বিভাগে ফিরে যান

মাত্র ৫০ সেকেন্ডেই সব বিক্রি হয়ে গেল Redmi Note 9 Pro Max চীনা স্মার্টফোন

June 25, 2020 | 2 min read

বাজারে আসার মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে গেল সব Redmi Note 9 Pro Max স্মার্টফোন। জনপ্রিয় চীনা সংস্থার নতুন স্মার্টফোন বাজারে আসার প্রথম দিনেই ৫০ সেকেন্ডে ‘আউট অব স্টক’ হয়ে গেল। আর তাতেই প্রশ্ন জাগছে, চীনা দ্রব্য বয়কটের ডাক কি তবে শুধু সোশ্যাল মিডিয়া ও মিছিলেই সীমাবদ্ধ?

ভারতে সংস্থার প্রধান মনুকুমার জৈন এদিন টুইট করে Redmi Note 9 Pro Max-এর বাজারে আসার প্রথম দিনেই বড় সাফল্যের কথা জানান। তিনি লেখেন, “আজকের সেল-এ ৫০ সেকেন্ডেরও কম সময়ে স্টক শেষ হয়ে যায়।” সবার ভালবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদও জানান মনুকুমার। 

অল্প সময়েই বিক্রি হয়ে যাওয়ায় অনেকে উইশলিস্টে রেখেও Redmi Note 9 Pro Max কিনতে পারেননি। ফলে তাদের জন্যও আগামী সপ্তাহেই আরও বেশি স্টকসহ ফোন সেল-এ আনা হবে বলে জানিয়েছেন মনুকুমার। যদিও জানিয়ে রাখা ভাল, ঠিক কটা স্মার্টফোন বিক্রয় হয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি সংস্থা।

তবে এই প্রথম নয়, বিভিন্ন চীনা সংস্থারই স্মার্টফোনেরই যথেষ্ট চাহিদা রয়েছে ভারতের বাজারে। উদাহরণস্বরূপ গত সপ্তাহ থেকেই বেশ ভালই বিক্রি হচ্ছে Oneplus ও Xiaomi-এর নতুন মডেলগুলির। অর্থাত্, অনলাইনে প্রতিবাদের ঝড় উঠলেও অনলাইনেই দিব্যি চাহিদা রয়েছে চীনা সংস্থার স্মার্টফোনের।

ওয়াকিবহাল মহলের মতে, এর পেছনে একাধিক কারণ রয়েছে। ভারতে জনপ্রিয় চীনাস্মার্টফোন সংস্থার সংখ্যা নেহাত কম নয়। বিশেষ করে কম থেকে মধ্য বাজেট সেগমেন্টে চীনা স্মার্টফোন বাদ দিলে খুব কম সংস্থারই অপশন থাকে। তাছাড়া চীনা সংস্থাগুলিতে সাধ্যের মধ্যেই ফিচারের পরিমাণও অনস্বীকার্যভাবে বেশি। 

একসময়ে চীনা স্মার্টফোন দ্রুত খারাপ হওয়ার বদনাম থাকলেও, সময়ের সঙ্গে ভারতের বাজারে ব্যবসার সম্ভাবনা দেখে সেদিকে নজর দিয়েছে চীনা সংস্থাগুলি। ভাল বিল্ড কোয়ালিটির দিকে নজর দেওয়ার পাশাপাশি পর্যাপ্ত সার্ভিস সেন্টার স্থাপন করেছে চীনা সংস্থাগুলি। ফলে, এই স্মার্টফোন সংস্থাগুলির উপর নির্ভরযোগ্যতা বেড়েছে ভারতীয় ক্রেতাদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #chinese phone

আরো দেখুন