রাজ্য বিভাগে ফিরে যান

ঘূর্ণিঝড় ‘অশনি’র জেরে বঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

May 8, 2022 | < 1 min read

ছবি সৌজন্যে: পিটিআই

মঙ্গলবার (১০ মে) থেকে বৃহস্পতিবার (১২ মে) পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।

বুধবার এবং বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এং দক্ষিণ ২৪ পরগনার দু’একটি জায়গায় ভারী বৃষ্টিপাতের (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) পূর্বাভাস দেওয়া হয়েছে।

মৌসম ভবনের বুলেটিন অনুযায়ী, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সকাল ১১ টা ৩০ মিনিটে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করেছে ঘূর্ণিঝড় ‘অশনি’।

মৌসম ভবন: কার নিকোবরের (নিকোবর দ্বীপপুঞ্জ) পশ্চিম ও উত্তর-পশ্চিমে ৫৩০ কিলোমিটার, পোর্ট ব্লেয়ারের পশ্চিমে ৪৪০ কিলোমিটার, অন্ধ্রপ্রদেশের দক্ষিণ-পূর্বে ৯০০ কিলোমিটার এবং পুরীর দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ৯৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে অশনি।

মৌসম ভবন: আগামী ছ’ঘণ্টায় আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে অশনি। সন্ধ্যা পর্যন্ত সেদিকেই অগ্রসর হবে। পৌঁছে যাবে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূল বরাবর পশ্চিম-মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে।

মৌসম ভবন: তারপর উত্তর ও উত্তর-পশ্চিম দিকে বাঁক খেয়ে ওড়িশা উপকূল ধরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#rainfall, #West Bengal, #Weather forecast, #Weather Update

আরো দেখুন