১২ অগাস্ট পর্যন্ত বাতিল সব ধরনের যাত্রীবাহী ট্রেন, ফেরত হবে টিকিটের টাকা
দেশে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে ১২ অগাস্ট পর্যন্ত সমস্ত রকম যাত্রীবাহী ট্রেন চলাচল বাতিল করল রেল। আজ রেল মন্ত্রকের তরফে এক নির্দেশিকা জারি করে একথা জানানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ১২ অগাস্ট পর্যন্ত সমস্তরকম প্যাসেঞ্জার, মেল, এক্সপ্রেস ও শহরতলির ট্রেন চলাচল বন্ধ থাকবে। একইসঙ্গে জানানো হয়েছে ১ জুলাই থেকে ১২ অগাস্ট পর্যন্ত যেসমস্ত ট্রেনের টিকিট ইতিমধ্যেই বুক হয়ে গিয়েছিল, সেই টিকিটের টাকা যাত্রীদের ফেরত দিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় সারা দেশে রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এই প্রথম বার যখন একদিনে ১৬ হাজারের বেশি করোনা আক্রান্তের খোঁজ মিলল। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৬,৯২২ জন। যা এপর্যন্ত একদিনের নিরিখে সর্বোচ্চ। সারা দেশে এখন মোট করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৭৩ হাজারে। মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, তামিলনাড়ু, উত্তর প্রদেশ ভারতের সবচেয়ে বেশি করোনা বিধ্বস্ত ৫ রাজ্য। দেশের মোট করোনা রোগীর ৮০ শতাংশ-ই এই ৫ রাজ্যের বাসিন্দা। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১,৮৬,৫১৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২,৭১,৬৯৬ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় প্রাণ হারিয়েছেন মোট ১৪,৮৯৪ জন।