কলকাতা বিভাগে ফিরে যান

অশনি মোকাবিলায় লালবাজারে তৈরি করা হল কন্ট্রোল রুম

May 10, 2022 | < 1 min read

অশনি মোকাবিলায় তৈরি করা হল কন্ট্রোল রুম। লালবাজারে এই কন্ট্রোল রুম খোলা হয়েছে। পাশাপাশি অসামরিক প্রতিরক্ষা দপ্তর, দমকল, বন দপ্তর, এনডিআরএফ, সিইএসসি-র প্রতিনিধিদের নিয়ে তৈরি করা হয়েছে একটি বিশেষ দল।

কন্ট্রোল রুমের নম্বর হল, লালবাজার পিবিএক্স ২২৫০৫০০০,

এক্সটেনশন ৫০৩৩, ৫০৪৪, ৫১৪৬

লালবাজারের ডায়াল নম্বর ২২১৪১৮৯০

ঘূর্ণিঝড় মোকাবিলায় সোমবার বরো চেয়ারম্যানদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক করেন পুর কমিশনার বিনোদ কুমার। সেখানেই স্থির হয়, এক একজন মেয়র পারিষদকে এক একটি বরোর দায়িত্ব দেওয়া হবে। তিনি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করবেন। শহরে সবকটি পাম্পিং স্টেশনকে সতর্ক থাকতে বলা হয়েছে। জল নামানোর জন্য অস্থায়ী পাম্পেরও ব্যবস্থা করা হয়েছে। বিদ্যুত্‍-বিভ্রাটের জন্য প্রস্তুত রাখা হয়েছে জেনারেটর। এনডিআরএফের দুটি দলকে তৈরি রাখা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Cyclone Asani, #lalbazar, #Control Room, #cyclone alert

আরো দেখুন