করোনা পজিটিভের সন্ধান, ফের বন্ধ তারকেশ্বর মন্দির!
দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর ভক্তদের জন্য বুধবার থেকে খুলে গিয়েছিল তারকেশ্বর মন্দির। তবে জানানো হয়েছিল, মন্দির খোলা হলেও অনিশ্চিত ছিলই শ্রাবণী মেলা। আর কয়েক দিন পরেই শুরু হওয়ার কথা ছিল তারকেশ্বরের ঐতিহ্যবাহী শ্রাবণী মেলার। কিন্তু খোলার মাত্র একদিন পরেই তারকেশ্বর মন্দির বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল মন্দির কর্তৃপক্ষ।
কেন নেওয়া হল এমন সিদ্ধান্ত? কারণ মন্দিরের আশপাশের এলাকায় কয়েকজনের করোনা পজিটিভ পাওয়া গেছে। তাই সাবধানতা অবলম্বন করতেই তড়িঘড়ি ফের মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। কয়েকজন করোনা পজিটিভের যাতে গোষ্ঠী সংক্রমণ না হয়, তার জন্যই এই সিদ্ধান্ত।
মন্দির দু’দিন খোলা থাকলেও ফের শুক্রবার থেকে মন্দিরের দরজা বন্ধই রাখা হল। আপাতত অনির্দিষ্টকালের জন্যে এই সিদ্ধান্ত নেওয়া হল। এক দিকে মন্দির ফের বন্ধ হয়ে যাওয়া আর অন্য দিকে শ্রাবনী মেলাও বন্ধ। সবমিলিয়ে ফের শৈবতীর্থ একেবারে ফাঁকাই হয়ে গেল। ফের সব কিছুই বন্ধ হয়ে যাওয়ায় মাথায় হাত এলাকার ব্যবসায়ীদের।
মন্দির এলাকার কয়েকজনের করোনা ধরা পড়ার খবর প্রচার হতেই ফের মোহন্ত মহারাজ প্রশাসনিক আধিকারিক, পুরসভার প্রশাসক-সহ বিভিন্ন আধিকারিকদের নিয়ে তড়িঘড়ি বৈঠক ডাকেন বৃহস্পতিবার রাতেই। সেই বৈঠক থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হল।
আষাঢ় মাসের তৃতীয় সপ্তাহ থেকেই শুরু হয়ে যায় শ্রাবণী মেলার প্রস্তুতি। মেলা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় তারকেশ্বর মন্দিরে। সেই মেলা তো হবেই না, এবার মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। উল্লেখ্য, কাশী বিশ্বনাথেও কাঁওয়ারিয়া যাত্রা বন্ধ করা হয়েছে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও হরিয়ানা— তিন রাজ্যের সরকার ঘোষণা করেছে এ বারে ওই যাত্রা হবে না।