দেশ বিভাগে ফিরে যান

জুলাইয়ে বাতিল সিবিএসই ও আইসিএসই’র দশম ও দ্বাদশের বাকি পরীক্ষা

June 26, 2020 | 2 min read

করোনা পরিস্থিতিতে শেষমেশ দশম শ্রেণীর বাকি থাকা পরীক্ষা সম্পূর্ণ বাতিল করল সিবিএসই। সেই সঙ্গে আপাতত বাতিল করে দেওয়া হল দ্বাদশ শ্রেণীর বাকি থাকা ২২টি বিষয়ের পরীক্ষাও। আগামী ১ থেকে ১৫ জুলাই কোনও পরীক্ষা হচ্ছে না। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে একথা জানিয়ে দিল সিবিএসই এবং কেন্দ্র। বহু স্কুল এখনও করোনার কোয়ারেন্টাইন সেন্টার। ফলে পরীক্ষাকেন্দ্রের সমস্যা রয়েছে। তবে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের মানসিক অবস্থাকে গুরুত্ব দিয়েই পরীক্ষা বাতিলের এই সিদ্ধান্ত বলে আদালতে জানিয়ে দিলেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। এদিকে সিবিএসই পরীক্ষা আপাতত বাতিল করে দিতেই অন্য বোর্ড আইসিএসই-ও বাকি থাকা দশম, দ্বাদশের পরীক্ষা বাতিল করে দিল। আগামী ২ থেকে ১২ জুলাই আইসিএসই’র পরীক্ষা হওয়ার কথা ছিল। তারাও আগের পরীক্ষার নম্বর দেখে বাকিগুলির মূল্যায়ন করবে বলে শীর্ষ আদালতে জানিয়ে দিল।

সিবিএসই জানিয়েছে, দ্বাদশের ক্ষেত্রে পরে যখন পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি হবে, তখনই তা নেওয়া হবে। নতুবা, ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই যেসব বিষয়ে পরীক্ষা দিয়েছে, তার শেষ তিনটি বিষয়ের নম্বরের গড় করে বাকিগুলির মূল্যায়ন করা হবে। পরীক্ষার্থীরাই ঠিক করবে, ফের পরীক্ষা দেবে, নাকি গড় নম্বর নেবে। এ ব্যাপারে বিস্তারিত গাইডলাইন তৈরি করছে বোর্ড। নম্বর দেওয়ার ক্ষেত্রে দশম এবং দ্বাদশের মূল্যায়নের ফলাফল আগামী ১৫ জুলাইয়ের মধ্যে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার নতুন নিয়মাবলি সহ বিজ্ঞপ্তির বিষয়টি ফের সর্বোচ্চ আদালতে জানাবে কেন্দ্র।

শুনানিতে বিচারপতি এ এম খানউইলকর, বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চান, পরে যে পরীক্ষা নেওয়া হবে, তা কীভাবে ঠিক হবে? এক একটি রা঩জ্যের করোনা পরিস্থিতি তো ভিন্ন। তাহলে অবস্থা বুঝে রাজ্য সিদ্ধান্ত নেবে, নাকি কেন্দ্র? জবাবে সলিসিটর জেনারেল জানান, সিদ্ধান্ত নেবে কেন্দ্রই। অন্যদিকে, করোনার কারণে দেশজুড়ে নজিরবিহীন পরিস্থিতিতে সিবিএসই এবং আইসিএসই’র বাকি থাকা পরীক্ষা বাতিল হওয়ায় ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা (জেইই মেন) এবং মেডিক্যালের প্রবেশিকা (নিট ইউজি) পরীক্ষার ভবিষ্যতও অনিশ্চিত হয়ে পড়ল বলেই মনে করা হচ্ছে। আগামী ৫ জুলাই যে ‘সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট’ হওয়ার ছিল, তাও আপাতত স্থগিত করে দেওয়া হল।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid-19, #CBSE, #ICSE

আরো দেখুন