ঘুরে ফিরে মোহনবাগানের সভাপতি হচ্ছেন সেই টুটু বসুই?

ফের মোহনবাগান সভাপতি হচ্ছেন টুটু বসু

May 11, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

ফের মোহনবাগান সভাপতি হচ্ছেন টুটু বসু। দীর্ঘ আলাপ-আলোচনার পর শতাব্দীপ্রাচিন ক্লাবের সভাপতি পদে টুটু বসুর নামেই শিলমোহর দিতে চলেছে নতুন কার্যকরী সমিতি। এমনটাই দাবি মোহনবাগান সূত্রের।

মোহনবাগানের পরবর্তী সভাপতি কে হবেন, এ নিয়ে দীর্ঘদিন ধরেই ময়দানে গুঞ্জন চলছিল। নতুন কার্যকরী সমিতি দীর্ঘদিন এ নিয়ে আলোচনা করেছে। ক্লাব সচিব দেবাশিস দত্ত আগেই জানিয়েছিলেন, মোহনবাগানের সভ্য সমর্থকদের মধ্যে অনেকেই ক্লাবের সভাপতি হওয়ার যোগ্য। সভাপতি বেছে নেওয়ার আগে ২০ বছরের বেশি সদস্যপদ রয়েছে এমন ৩২ জনের প্রাথমিক তালিকাও তৈরি হয়েছিল। এঁদের মধ্যে প্রথম পর্যায়ে সাত জনের একটা তালিকাও তৈরি হয়। তবে, সব আলোচনার শেষে ফের টুটুবাবুর নামেই শিলমোহর দিতে চলেছে নতুন কার্যকরী কমিটি।

বছর দুই আগে গীতানাথ গঙ্গোপাধ্যায়ের মৃত্যুর পর মোহনবাগানের সভাপতি পদে বসেন টুটুবাবু। তবে নতুন কার্যকরী সমিতি টুটুবাবুকে সভাপতি পদে রাখবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। শোনা যাচ্ছিল, টুটুবাবুর শারীরিক অবস্থার কথা ভেবে তাঁকে সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হতে পারে। এমনকী সভাপতি পদে বিকল্প নামও ভাবা শুরু হয়ে গিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত টুটুবাবুর বিশ্বস্ত মুখেই আস্থা রাখলেন ক্লাব কর্তারা। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen