কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে হাঁটবেন চার ভারতীয়, চিনে নিন তাঁদের

অক্ষয়কুমার, এ আর রহমান, শেখর কাপুর এবং পূজা হেগদে—৭৫তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে এই চার ভরতীয় রেড কার্পেটে হাঁটবেন

May 11, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

অক্ষয়কুমার, এ আর রহমান, শেখর কাপুর এবং পূজা হেগড়ে—৭৫তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে এই চার ভরতীয় রেড কার্পেটে হাঁটবেন।

৭৫তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে রেড কার্পেটে হাঁটবেন অক্ষয়কুমার

গত সপ্তাহেই ঘোষণা করা হয়েছিল, চলচ্চিত্র উত্সবের কান ফিল্ম মার্কেটে ভারতকে বিশেষ সম্মান দেওয়া হবে। কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের মন্ত্রী অনুরাগ ঠাকুরের নেতৃত্বে ভারতের প্রতিনিধিরা ফ্রান্সে যাবেন।

৭৫তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে রেড কার্পেটে হাঁটবেন এ আর রহমান

রেড কার্পেট ছাড়াও ভারতীয় প্রতিনিধিদের মধ্যে থাকছেন প্রখ্যাত লোকশিল্পী মামে খান, নওয়াজউদ্দিন সিদ্দিকি, নয়নতারা, তামান্না ভাটিয়া, বাণি ত্রিপাঠী, সঙ্গীত পরিচালক রিকি কেজ ও সেন্সর বোর্ডের চেয়ারম্যান প্রসুন যোশী।

৭৫তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে রেড কার্পেটে হাঁটবেন অক্ষয়কুমার

আগামী ১৯মে আর মাধবানের ছবি ‘রকেত্রি: দ্য নাম্বি এফেক্ট’ দেখানো হবে। অভিনেতা-পরিচালক মাধবনও সেদিন রেড কার্পেটে হাঁটবেন।

৭৫তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে রেড কার্পেটে হাঁটবেন পূজা হেগড়ে

এই বছরের কান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের অন্যতম বিচারক দীপিকা পাড়ুকোন তো থাকছেনই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen