মেট্রোর কাজের জেরে বউবাজারে একাধিক বাড়িতে ফাটল, হোটেলে স্থানান্তরিত বাসিন্দারা

শুধু বাড়িতেই নয়, সংলগ্ন রাস্তাতেও ফাটল ধরেছে।

May 12, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: newsjani

মেট্রোর কাজের জেরে বউবাজারে একাধিক বাড়িতে ফাটল ধরেছে। বুধবার সন্ধের পর থেকে অন্তত ১০টি বাড়িতে ফাটল দেখা গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আজ, বৃহস্পতিবার সকাল ১১টায় দুর্গাপিতুরি লেনের ফাটল ধরা বাড়িগুলি পরিদর্শনে যাচ্ছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখো করবেন রাজ্যের মন্ত্রী।

মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, মেট্রোর কাজ প্রায় শেষ হয়ে এসেছিল। তার মধ্যেই বুধবার সন্ধেয় ফিরল ২০১৯ সালের অগস্ট মাসের সেই ভয়াবহ স্মৃতি। সেই সময় দুর্গাপিতুরি লেনে কাজ চলাকালীন প্রায় ৪০টি বাড়িতে ফাটল দেখা গিয়েছিল। ভেঙে দিতে হয়েছিল বেশ কয়েকটি বাড়িও। সদলবলে বাড়ি ছেড়ে অস্থায়ী ঠিকানায় মাথা গোঁজেন স্থানীয়রা। বুধবার সন্ধেতেও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি।

শুধু বাড়িতেই নয়, সংলগ্ন রাস্তাতেও ফাটল ধরেছে। বুধবার সন্ধেয় মেট্রো আধিকারিকরা ঘটনাস্থলে যাওয়ার পরই তাঁদের ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন সবাই। মেট্রো ও পুরসভা কর্তৃপক্ষ স্থানীয়দের নিরাপদে সরিয়ে আনার ব্যবস্থা করেন। প্রায় ৫০ জন মানুষকে হোটেলে স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে।

এই ঘটনায় মেট্রো কর্তৃপক্ষের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলছেন এলাকাবাসী। তাঁদের একাংশের অভিযোগ, ২০১৯ সালে একাধিক বাড়িতে ফাটল ধরেছিল। মেট্রো কর্তৃপক্ষ সেগুলি মেরামত করার পরেও তার কয়েকটিতে এ বারও ফাটল ধরল। তা হলে কি ওই সময় সঠিক ভাবে মেরামতির কাজ হয়নি? এমনই প্রশ্ন তুলছেন অনেকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen