ফের জোড়া ধাক্কা খেল দেশ, শেয়ার বাজারে ধসের সাথেই পতন টাকার দামেও
ভারতীয় অর্থনীতির রক্তক্ষয় অব্যাহত। ফের একদিনে জোড়া ধাক্কা খেল দেশ। মার্কিন ডলারের (US Dollar) তুলনায় ফের রেকর্ড পতন হল টাকার দামে। একই সঙ্গে বড়সড় ধাক্কা খেল শেয়ার বাজারও (Share Market)।
বৃহস্পতিবার সকালে টাকার (Indian Rupee) দর ডলারের তুলনায় ৩০ পয়সা কমে গিয়েছে। বুধবার বাজার বন্ধ হওয়ার সময় ডলারের তুলনায় টাকার দর ছিল ৭৭ টাকা ২৪ পয়সা। বৃহস্পতিবার লেনদেন শুরু হওয়ার সময় তা আরও কমে দাঁড়ায় ৭৭ টাকা ৪১ পয়সা। তারপরও টাকার দরে ধস অব্যাহত। এদিন সর্বনিম্ন ৭৭ টাকা ৫৯ পয়সা পর্যন্ত নেমে যায় টাকার দর। যা এখনও পর্যন্ত টাকার দরে সর্বকালের রেকর্ড পতন। এই নিয়ে শুধু চলতি সপ্তাহেই ০.৮ শতাংশ কমে গিয়েছে টাকার দর।
শুধু টাকার দর নয়, এদিন সকালে রেকর্ড হারে পতন ঘটেছে শেয়ার বাজারেও। এদিন সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গে সেনসেক্সের (Sensex) সূচক পড়ে যায় ৯০০ পয়েন্ট। এদিন সকাল ১১ টা পর্যন্ত সেনসেক্সের সূচক ৫৩ হাজার পয়েন্টের আশেপাশে ঘোরাফেরা করেছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটিও বাজার খোলার সঙ্গে সঙ্গেই বড়সড় ধাক্কা খায়। নিফটির সূচক এদিন নেমে যায় ১৫ হাজার ৯০০ পয়েন্টেরও নিচে। এর আগে রিজার্ভ ব্যাংক (Reserve Bank) রেপো রেট বাড়ানোর পরও বড় ধাক্কা খেয়েছিল শেয়ার বাজার। এই নিয়ে গত ৪ দিনে প্রায় ১৩ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা।
বাজার বিশেষজ্ঞরা বলেছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। তেল আমদানি করার জন্য ডলারের চাহিদা বাড়ছে। বিদেশের বাজারে অপরিশোধিত তেলের দাম অস্থির হওয়ার জন্যই ভারতীয় টাকার মূল্যের ওপর এতটা প্রভাব পড়ছে। পাশাপাশি, গত সপ্তাহে মূল্যবৃদ্ধি রোধ করতে আমেরিকার ফেডেরাল রিজার্ভ তাদের সুদের হার বাড়িয়েছে। ফলে বিদেশি বিনিয়োগকারীরা উদ্বৃত্ত অর্থ ভারতীয় বাজারে বিনিয়োগ করতে পারছেন না। উলটে যুদ্ধকালীন পরিস্থিতিতে শেয়ার বিক্রি করে দিচ্ছেন তাঁরা। যার ফলে ধস নামছে শেয়ার বাজারেও।