দেশ বিভাগে ফিরে যান

আগামী ১৫ মে থেকে দেশের মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্বে রাজীব কুমার

May 12, 2022 | < 1 min read

রাজীব কুমার, ছবি সৌঃ- আনন্দবাজার

দেশের পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner) হলেন রাজীব কুমার (Rajiv Kumar)। আগামী ১৫ মে থেকে তিনি এই দায়িত্বভার গ্রহণ করবেন। টুইট করে একথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজজু। তিনি জানান, ১৫ মে ২০২২ থেকে থেকে প্রধান নির্বাচন কমিশনার হবেন। আগামী শনিবার বর্তমান নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রের মেয়াদ শেষ হচ্ছে। তাঁর পরিবর্তে দায়িত্বভার গ্রহণ করছেন রাজীব কুমার। এছাড়াও আইনমন্ত্রী টুইটে লেখেন, ‘সংবিধানের ৩২৪ অনুচ্ছেদের ধারা (২) অনুসারে, রাষ্ট্রপতি রাজীব কুমারকে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ করেছেন। রাজীব কুমারকে আমার শুভেচ্ছা।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Rajiv Kumar, #Chief Election Commissioner Of India

আরো দেখুন