বিনোদন বিভাগে ফিরে যান

সন্দীপ রায়ের ‘হত্যাপুরী’ সিনেমা পেতে চলেছে নতুন তোপসে, জানেন কে?

May 13, 2022 | < 1 min read

ছবি: আয়ুশ দাস

বাঙালি পেতে চলেছে নতুন তোপসে। সত্যজিত্ রায়ের ‘হত্যাপুরী’ গল্পটি নিয়ে ছবি করছেন সন্দীপ রায়। সূত্রের খবর, এই ছবিতে তোপসের চরিত্রে অভিনয় করবেন আয়ুষ দাস। তিনি দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে রয়েছেন। ‘মা’, ‘শ্রীময়ী’ ধারাবাহিকে অভিনয় করেছেন। সন্দীপ রায়ের ‘যেখানে ভূতের ভয়’ ছবিতেও ছিলেন। জিতের আগামী ছবি ‘চেঙ্গিজ’—এও রয়েছেন তিনি।

 
ফেলুদা কে হবেন, সেই নিয়ে জল্পনা ছিলই। সূত্রের খবর, ফেলুদার চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। নির্মাতাদের তরফে কিছু জানানো না হলেও গোপন সূত্রের খবর, ইন্দ্রনীল ইতিমধ্যেই এই চরিত্রের জন্য প্রস্তুতি শুরু করেছেন। ‘হত্যাপুরী’ গল্পটি জটায়ুকে ছাড়া হবেও না। সৃজিত মুখোপাধ্যায়ের ‘ফেলুদা ফেরত’-এ অনির্বাণ চক্রবর্তীকে জটায়ু হিসেবে দেখা গিয়েছে। তিনিই কি আবার সন্দীপ রায়ের জটায়ু হবেন? এসভিএফের প্রযোজনায় বড়পর্দায় ‘দ্য একেন’ মুক্তি পেয়েছে, যেখানে নামভূমিকায় অনির্বাণ। একই প্রযোজনা সংস্থার ব্যানারে কি আবার তাঁকেই জটায়ু করা হবে? আপাতত যা খবর, এইসবের উত্তর ‘না’। শোনা যাচ্ছে, পরিচালক- অভিনেতা অভিজিত্ গুহর কাছে জটায়ু হওয়ার প্রস্তাব গিয়েছে। তিনি নাকি রাজিও হয়েছেন। ব্যস! এইটুকুই। তারপর আর কথা এগয়নি। সব ঠিক থাকলে চলতি মাসের শেষের দিকেই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sandip Ray, #Hatyapuri, #Ayush Das, #Tollywood

আরো দেখুন